নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় শুরু হয়েছে পারিবারিক গল্প 'বসু পরিবার'। অঞ্জন বাবুর পরিবারের গল্প অল্পদিনেই বেশ মনে ধরেছে দর্শকের। একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছে দীপ্তেশ আর নীলা। 


কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না। এবার বিপদের সূত্রপাত বাড়ির ভিতরেই। ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, অঞ্জন বাবু আর মিনু দেবীর বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে। দীপু আর নীলা দু'জনে খুব কষ্ট করে টাকা জোগাড় করে বিবাহবার্ষিকী পালন করে। বিবাহবার্ষিকীর দিনই রাতে নিলার দিদি মারা যায়। খবর পেয়ে নীলা ছুটে যায় বাড়িতে।


বাড়িতে দিদির সৎকারের কাজ সেরে নীলা যখন বাড়িতে ফেরে, সেই সময়  নীলার জামাইবাবু তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। ভয়ে আতঙ্কিত হয়ে যায় সে। এই সময় দীপু এসে নীলাকে বাঁচায়। পাড়ার লোকেরা সবাই মিলে জামাইবাবুকে পুলিশের হাতে তুলে দেয়। সঠিক সময়ে দীপু এসে পড়ায় নীলার সম্মান রক্ষা পায়। তাই দীপুর প্রতি ভাললাগা একটু একটু করে বাড়ে নীলার। কিন্তু মুখে প্রকাশ করে না। 


এদিকে, পারিবারিক অশান্তিতে জর্জরিত দীপুও। তার স্বপ্ন একজন ক্রিকেটার হওয়া। কিন্তু পরিস্থিতির চাপে আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই নিজের স্বপ্নকে দূরে সরিয়ে রাখে সে। বাবার পাশে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে দীপু। কিন্তু তার এই চেষ্টায় পাশে পায়না বড় দাদাদের। এদিকে, নীলার প্রতি ভাললাগাও সে প্রকাশ করতে পারেনি। এই বিপদের দিনে দু'জন, দু'জনের পাশে থাকবে কি? এই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।