নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। গীতার জীবনে নানা ওঠা পড়া নিয়ে এগোচ্ছে গল্প। একের পর এক নতুন বিপদের মুখে পড়ছে নায়িকা। কিন্তু কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত! তাই সব ক্ষেত্রেই বিপদকে একেবারেই ভয় পায়না গীতা। এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় পছন্দ করেছেন দর্শক মহল। একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে ধারাবাহিক। একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। বারবার পরিবার আর কোর্টের মাঝে টানাপোড়েনে পড়ে গীতা। বিপদ যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। ফের নিজের বুদ্ধিতে বাজিমাত করল গীতা।
অনেকদিন পর সামনে এল ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে, পদ্মকে ছেড়ে ফের বিয়ের পিঁড়িতে কৃপাণ। তাকে শায়েস্তা করতে নিজেই পান পাতায় মুখ ঢেকে কনের বেশে হাজির গীতা। তাকে দেখে চোখ কপালে কৃপাণের। গীতা কষিয়ে এক থাপ্পর মেরে কৃপাণকে বলে যে, পদ্ম থাকতেও অন্যের বউয়ের দিকে নজর দেওয়া অপরাধ। কোর্টের বাইরে যে তার হাত চলে এটাও আরও একবার কৃপাণকে মনে করিয়ে দেয় গীতা। এরপর কী তার উপর প্রতিশোধ নেবে কৃপাণ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
