নিজস্ব সংবাদদাতা: ঋত্বিক-অন্বেষা এখন নতুন রূপে। দর্শকের চোখে ধারাবাহিকের প্রিয় জুটি এখন 'আদি-আনন্দী' রূপে। জি বাংলার 'আনন্দী' টিআরপিতেও নিজের জায়গা করে নেয়। একটু একটু করে আদি-আনন্দীর সম্পর্কের বাঁধন মজবুত হচ্ছে। এখন একসঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্ত বিপদ থেকে পরিবারকে উদ্ধার করে তারা। গল্পের নতুন মোড়ে আদি-আনন্দীর মিষ্টি রসায়ন দারুণ মনে ধরেছে অনুরাগীদের।

 

 

একটু কাছাকাছি আসতেই ফের বিপদের মুখে আদি-আনন্দী। গল্পে দেখা যায়, চাকরির পরীক্ষা দিতে যায় আনন্দী। বাড়ির সবার সঙ্গে আদিরও আশীর্বাদ নেয় সে। পরীক্ষার হল পর্যন্ত আনন্দীকে ছাড়তে আসে আদিদেব। পরীক্ষায় লেখার জন্য আনন্দীকে একটা পেন উপহার দেয় সে। ভগবানের নাম নিয়ে আনন্দী পরীক্ষার হলে ঢোকে। 

 

 

পেন দিয়ে লিখতে গিয়েই ঘটে বিরাট অঘটন। সুপায়ন ওই পেনের মধ্যে বোমা ফিট করে রাখে। আনন্দীর হাতে পড়তেই বিস্ফোরণে গোটা ক্লাসরুমে আগুন ধরে যায়। বাইরে থেকে চোখের সামনে এই অঘটন দেখে আনন্দীকে বাঁচাতে ছুটে যায় আদি। কিন্তু শেষ রক্ষা হবে কি? আনন্দী কি সব বিপদ কাটিয়ে ফিরে আসবে? নাকি নতুন অধ্যায় শুরু হবে ধারাবাহিকে? যদিও আগামী পর্বের প্রোমো সামনে আসতেই মেগা শেষ হওয়ারও জোর গুঞ্জন শুরু হয়েছে।