নিজস্ব সংবাদদাতা: ঋত্বিক-অন্বেষা এখন নতুন রূপে। দর্শকের চোখে ধারাবাহিকের প্রিয় জুটি এখন 'আদি-আনন্দী' রূপে। জি বাংলার 'আনন্দী' টিআরপিতেও নিজের জায়গা করে নেয়। একটু একটু করে আদি-আনন্দীর সম্পর্কের বাঁধন মজবুত হচ্ছে। এখন একসঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্ত বিপদ থেকে পরিবারকে উদ্ধার করে তারা। গল্পের নতুন মোড়ে আদি-আনন্দীর মিষ্টি রসায়ন দারুণ মনে ধরেছে অনুরাগীদের।

 


একটু কাছাকাছি আসতেই ফের বিপদের মুখে আদি-আনন্দী। বাড়িতেই ঘটে এক ভয়ঙ্কর অঘটন। দিয়ার শ্লীলতাহানির অভিযোগ ওঠে আদির বিরুদ্ধে। কিন্তু আদিকে কিছুতেই অবিশ্বাস করতে পারে না আনন্দী। তাই দিয়াকে সত্যিটা স্বীকার করতে বলে। 

 


ভয়ে জর্জরিত দিয়া শেষমেশ মুখ খোলে। জানায়, তার এই অবস্থার জন্য দায়ী অনিন্দ্য। সত্যিটা আদি-আনন্দী জানলেও বাড়ির সবাইকে জানানোর আগেই দুর্ঘটনা ঘটে। পুলিশ গ্রেফতার করে আদিকে। দোষী সাব্যস্ত করে আটক করে জেলে। আদিকে সম্মানের সঙ্গে বাড়িতে ফিরিয়ে আনার শপথ নেয় আনন্দী। অন্যদিকে, দিয়ার সঙ্গে হওয়া অন্যায়ের ন্যায় বিচারের জন্যও লড়াইয়ের ময়দানে নামে। কী হবে শেষমেশ? আনন্দী কি পারবে আদি ও দিয়ার সম্মান ফিরিয়ে দিতে?