নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিকের নিত্যনতুন মোড়, দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তার প্রভাবই পড়ে টিআরপি তালিকায়। এক নজরে দেখে নিন সপ্তাহভর কোন চমক অপেক্ষা করছে আপনার পছন্দের ধারাবাহিকে?

 

স্টার জলসা 

গৃহপ্রবেশ: গল্প এগিয়েছে এক বছর। নায়ক আদৃত মারা যাওয়ার খবর ছড়িয়েছে নিউইয়র্কে। তবে সে মারা যায়নি। দূর্ঘটনায় স্মৃতি হারিয়ে এখন কলকাতায় রয়েছে সে। অন্যদিকে, ব্যবসায়ী আকাশ সেনের সঙ্গে চুক্তি হয়েছিল আদৃতের। যা সে মারা যেতে আর কাজ এগোয়নি। গল্পের মোড়ে আকাশ সেন আসে নিউইয়র্কে। আদৃতের অনুপস্থিতিতে কি এবার আকাশের সঙ্গে ঘনিষ্ঠতা হবে শুভলক্ষ্মীর? নাকি আকাশই আদৃতকে ফিরিয়ে দেবে শুভর কাছে? জানতে হলে দেখুন প্রতিদিন রাত সাড়ে আটটায়। 

 

জি বাংলা

মিত্তির বাড়ি: একটু একটু করে জমে উঠছে ধ্রব-জোনাকির প্রেম। দোলের দিন মিত্তির বাড়িতে চলছে বসন্ত উৎসব। লাল আবিরে জোনাকিকে রাঙিয়ে দেয় ধ্রুব। ধ্রুব-জোনাকি কাছাকাছি আসতেই তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সঞ্জনা। হঠাৎ বলে ওঠে, বাড়ির নতুন সদস্যকে বরণ করার কথা। সে নতুন সদস্য? কোন নতুন চক্রান্ত করছে সঞ্জনা? জানতে হলে দেখুন প্রতিদিন রাত নটায়, ধারাবাহিকের আগামী পর্ব।

 

চিরদিনই তুমি যে আমার: কাজের খোঁজে মরিয়া অপর্ণা। অবশেষে সুযোগ মেলে আর্য সিংহ রায়ের কোম্পানিতে। অফিসের প্রথমদিনেই জুতো ছিঁড়ে যায় সে। খুব সাধারণ পরিবারের মেয়ে বলে পোশাকেও চাকচিক্য নেই তার। তাই প্রথমদিনেই অবহেলার পাত্রী হয় সে। কিন্তু অপর্ণার পাশে এসে দাঁড়ায় আর্য। তাকে সাহস দেয়, নতুন পথ চলার। এভাবেই কি একে অপরের পাশে সারাজীবন থাকবে তারা? উত্তর মিলবে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায়।