সংবাদসংস্থা মুম্বই: এবার জোর বিবাদ দুই ইনফ্লুয়েন্সারের মধ্যে। করণ জোহরের নতুন রিয়্যালিটি শো 'দ্য ট্রেটারস'-এর দুই প্রতিযোগী অপূর্বা মূখিজা ও উরফি জাভেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু।‌

 


অপূর্বা ইউটিউবে একটা ভিডিও ভাগ করে তাঁদের সমস্যার কারণগুলি তুলে ধরেন। তখন উরফি অপূর্বার সঙ্গে হওয়া একটা কথোপকথনের স্ক্রিনশট ভাগ করে লেখেন, ‘সব কিছুই পরিকল্পিত। ও নিজেকে ভাল দেখানোর জন্য অতিরঞ্জিত করে আমাকে খারাপ দেখিয়েছে। সেটা আমি মানতে পারছি না। একদিন আগে যখন জান্নাত ওঁর বাবা-মায়ের জন্য কাঁদছিল, তখন ও আমাকে বলেছিল, ‘আমি বুঝতে পারছি না যে এই বয়সে কেউ বাবা-মায়ের জন্য কীভাবে কাঁদতে পারে।’ এছাড়াও, যখন আমি ওঁকে সান্ত্বনা দিতে যাই, তখন অভিনেতা এবং কলাকুশলীদের সামনে ও আমাকে কটু কথা চলে যেতে বলে। আমার সম্মানে লেগেছিল। তাই রাগের বশে খারাপ কথা বলে ফেলেছিলাম।'

 

উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা কয়েকটি ভিডিওতেও একই কথা বলেছেন। সেখানে তিনি বলেন, "আমি আসলে এইসব করতে চাইনি, কিন্তু অপূর্বার ইউটিউব ভিডিও দেখার পর, এখন আমার খুব খারাপ লাগছে। ও আমাকে ভিলেন করে তুলছে, যা আমি নই। আমি এখন সত্যি ভয় কাঁপছি।" যদিও পরে এই ভিডিওটি মুছে দেন উরফি। এবার দুই ইনফ্লুয়েন্সারের ঝগড়া কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।