সংবাদ সংস্থা  মুম্বই: একজন কিংবদন্তি হয়ে উঠে গেছেন স্মৃতির পাতায়, আরেকজন এখনও দাপিয়ে অভিনয় করে চলেছেন। কথা হচ্ছে প্রয়াত ইরফান খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে। ইরফান খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো দুই অসামান্য অভিনেতার মধ্যে পর্দায় যে রসায়ন ছিল, তা হয়তো আজও ঠিকঠাক মূল্যায়ন পায়নি। ‘দ্য লাঞ্চবক্স’, ‘পান সিং তোমার’, ‘নিউ ইয়র্ক’-এর মতো ছবিতে দু’জন একসঙ্গে থাকলেও, পর্দার বাইরে তাঁদের অনেক অজানা গল্প রয়ে গেছে অপ্রকাশিত।

 

সূত্রের খবর, ইরফান এবং নওয়াজ একসঙ্গে প্রায় আটটি বা তারও বেশি ছবিতে কাজ করেছেন। তাঁদের দু'জনের একসঙ্গে অন্যান্য প্রজেক্টের মধ্যে ‘দ্য বাইপাস’, ‘আজা নাচলে’, ‘নিউ ইয়র্ক’-এর মতো ছবির নাম উঠে আসে। তবে এই জুটির আরও কয়েকটি ছবি এখনও মুক্তি পায়নি।” একটা সময় অভিনয়ের দুনিয়ায় দু’জনকেই নিয়েই চলেছে তুলনার খেলা। কিন্তু তাঁরাও জানতেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাই তাঁদের সম্পর্কের আসল রসায়ন। আসল ‘ম্যাজিক’। 

 

 

এ প্রসঙ্গে পরিচালক কবীর খানের মুখে উঠে এল এক অজানা কিসসা। ‘নিউ ইয়র্ক’ ছবিতে নওয়াজের একটা লম্বা সংলাপছিল—একটানা তিন-চার মিনিটের শট। কবীরের কথায়, “নওয়াজের অভিনয়ে আমি এতটাই অভিভূত হয়ে পড়ি যে আর কোনও টেকই নিইনি। পরে যখন ইরফান সেটে আসে, সবাই নওয়াজের পারফরম্যান্স নিয়ে কথা বলছিল। ইরফানের কানেও সেকথা গিয়েছিল। আমাকে জিজ্ঞেস করাতেই ওকে ডেকে নওয়াজের অভিনীত সেই দৃশ্যটা দেখলাম।ফুটেজটা দেখার সময় ইরফানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।”

 

ইরফান শুধু বলেছিলেন, “কোথায় রে নওয়াজ?” তারপর তাঁকে খুঁজে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এক ফ্রেমে দুই কিংবদন্তি—সেই দৃশ্য ক্যামেরায় ধরা না পড়লেও, বহু প্রতক্ষ্যদর্শীর  স্মৃতির পাতায় আজও অমলিন।

 

তবে প্রশ্ন, ইরফান-নওয়াজের এখনও পর্যন্ত মুক্তি না পাওয়া সেসব ছবি কি সত্যিই আছে? আর যদি থেকেই থাকে তাদের ভবিষ্যৎ কী?