সংবাদসংস্থা মুম্বই:

পরকীয়ায় জড়িয়েছিলেন শত্রুঘ্ন 

বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এক সাক্ষাতকরে কবুল করেছিলেন বর্ষীয়ান তারকা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অবশ্য সেই সাক্ষাৎকারে কারও নাম না তুলে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, " যে পুরুষ বিবাহিত থাকা সত্বেও অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন অথচ তাঁর মন ভাল, সেই পুরুষের কষ্টও কিন্তু কম নয়। সে যখন তাঁর সেই প্রেমিকার সঙ্গে থাকে তখন তাঁর মনে হয়, নিজের স্ত্রীকে ঠকাচ্ছে। আবার যখন নিজের স্ত্রীয়ের সঙ্গে একান্তে মুহূর্ত কাটাচ্ছে তখন তাঁর মনে হয়, তবে কি সেই প্রেমিকাকে নিয়ে সে স্রেফ পুতুলের মতো খেলছে?

 

প্রাক্তনদের মারতেন সলমন?
সলমন খানের বিরুদ্ধে তাঁর এক প্রাক্তন প্রেমিকা অভিযোগ তুলেছিলেন, বলি-তারকা নাকি শারীরিক নির্যাতন করতেন তাঁকে। সহজ কথায়, রেগে গেলে গায়ে হাত তুলতেন। সলমনকে এক সাংবাদিক এই বিষয়ে সরাসরি এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। জবাবে সলমন প্রথম বলেছিলেন, "আমি জানি না সে কেন এমন অভিযোগ তুলল, যাই হোক এই বিষয়টিকে নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে চাই না।" তবে একথা বলার খানিকক্ষণ পরেই বেশ গম্ভীরভাবে 'টাইগার' জানান, তাঁর গায়ে যা জোর এবং যদি রেগে গিয়ে তিনি তাঁর কোনও প্রাক্তন প্রেমিকার উপর হাত তুলতেন তাহলে সে বেঁচেই থাকত না! সুতরাং এই অভিযোগ সর্বৈব মিথ্যা! 

 


অমরীশ পুরীর ছেলের অজানা কথা 


বলিউডের ইতিহাসের সম্ভবত জনপ্রিয় ভিলেন অমরীশ পুরী। অস্কারজয়ী কিংবদন্তি হলিউডের পরিচালক স্টিভেন স্পিলবার্গ তো খুলে আম জানিয়েই দিয়েছিলেন তাঁর কেরিয়ারে অমরীশের থেকে ভাল খলনায়ক তিনি দেখেননি! সেই অমরীশ-এর ছেলে রাজীব অমরীশ পুরীকে আটের দশকে সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন সুভাষ ঘাই থেকে শুরু করে প্রকাশ মেহরার মতো বলিউডের প্রথম সারির পরিচালক। কিন্তু তিনি সেইসব প্রতাব নাকচ করে বলিপাড়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। বদলে পারিবারিক ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন। তবে তাঁর ছেলে বর্ধন পুরী বলিপাড়ায় পা রেখেছেন। সম্প্রতি ছেলের সঙ্গে বিমানবন্দরে দেখা গেল তাঁকে।