সংবাদসংস্থা মুম্বই: 

এ কোন কিয়ারা? 

‘ওয়ার ২’-এর টিজার রিলিজ হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন কিয়ারা আদবাণী—কারণ একটাই, এই ছবিতে প্রথমবার বিকিনিতে দেখা যাবে তাঁকে। কিন্তু নেটিজেনদের একাংশ সেই ‘গ্ল্যামডল’-ছবি দেখে মুখ ঘোরাতে শুরু করে। অভিযোগ—যশ রাজ ফিল্মস সংস্থা তাদের স্পাই ইউনিভার্স-এর প্রতিটি নারী চরিত্রকেই যেন বাধ্যতামূলকভাবে বিকিনি ও গ্ল্যামার-লুকে দেখানো হচ্ছে—দীপিকা পাড়ুকোন হোক বা বাণী কাপুর, এবার তালিকায় কিয়ারা। তবে এবার কিয়ারা নিজেই উঠে দাঁড়ালেন সেই একঘেয়ে ছবি পাল্টাতে।

বৃহস্পতিবার, নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন ‘ওয়ার ২’ থেকে এক দুর্ধর্ষ লুক। পোস্টারে কিয়ারাকে দেখা যাচ্ছে অল-ব্ল্যাক গিয়ার-এ—খোলা ট্রেঞ্চ কোট, লেদার প্যান্ট, হেভি বুট আর হাতে ধরা একটি বন্দুক। মুখে জেদ, চোখে যুদ্ধের ভাষা। কোনও রকম গ্ল্যামার ঝলকের জায়গায়, এবার যেন বাস্তবের যুদ্ধের এক রাফ অ্যান্ড টাফ নায়িকা হয়ে উঠেছেন কিয়ারা।

 

গোবিন্দার কামব্যাক 

যার নাচে নয়ের দশকে কেঁপে উঠত সিনেপ্রেমীদের হৃদয়— সেই গোবিন্দা ফিরছেন বড়পর্দায়! সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছেন গোবিন্দা, আসতে চলেছেন নতুন ছবি ‘দুনিয়াদারি’ নিয়ে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড়পর্দায় ঝলমলে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত অভিনেতা। সম্প্রতি নিজের প্রোফাইলে শেয়ার করেছেন একটি ঝলক—যেখানে দেখা যাচ্ছে, নিজের সেই চেনা সিগনেচার নাচের স্টাইলে তাল মেলাচ্ছেন গোবিন্দা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “এম রপরবর্তী প্রজেক্ট দুনিয়াদারির জন্য মহড়া শুরু করলাম।”


‘সিঙ্গল’ ফতিমা 

ভালবাসা, আস্থা আর পরস্পরকে বোঝা—এই তিন শব্দকে ঘিরেই নিজের সম্পর্কের দর্শন খুলে বললেন ফতিমা সানা শেখ।তাঁর কথায়—“যে সম্পর্কে দু’জন মানুষ একে অপরকে সম্মান করে, একে অপরের মতামত শোনে, সেটাই টেকে।” আরও বললেন, “ একটি সম্পর্কে দু’পক্ষকেই সমানভাবে ত্যাগ করতে হয়। সম্পর্কে থাকা মানে এই নয় যে আপনি নিজেকে হারিয়ে ফেললেন, বরং নিজেকে বজায় রেখেই একসঙ্গে সেই সম্পর্কটা তৈরি করে নেওয়া।”এই কথাগুলির মাঝেই তিনি হালকা ইঙ্গিত দেন, বর্তমানে তিনি সিঙ্গল। আর এখানেই নেটপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন।কারও মতে, এটি তাঁর প্রাক্তন সম্পর্কের ছায়া, কেউ বা বলছেন, প্রেমের প্রতি তাঁর বাস্তববাদী মনোভাবই তাঁকে আজ এই জায়গায় এনেছে।