নিজস্ব সংবাদদাতা: ছবির পর এবার সিরিজ। জি ফাইভ-এর জন্য এবার নয়া থ্রিলার সিরিজ নিয়ে আসছেন পরিচালক প্রতিম দাশগুপ্ত। সূত্রের খবর, সিরিজে অভিনয় করতে দেখা যাবে টলিউডের একাধিক নামজাদা তারকাকে। থাকবেন সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তী এবং  শতাফ ফিগার। এটিই পরিচালকের প্রথম বাংলা ওয়েব সিরিজ।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

এমনিতেই বিভিন্ন ধরনের জ্যঁর নিয়ে কাজ করতে সমান স্বচ্ছন্দ প্রতিম ডি গুপ্ত। পাঁচ অধ্যায় দিয়ে বাংলা ছবিতে হাতেখড়ি হয় তাঁর। এর পর ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’ থেকে সাম্প্রতিক ‘চালচিত্র - দ্য ফ্রেম ফ্যাটল’, একের পর এক ছবিতে দর্শকের মন কেড়েছেন পরিচালক। তবে ওয়েব সিরিজ এই প্রথম। ওটিটি মাধ্যমে পরিচালকের প্রথম সিরিজ হলেও, বিষয়টি কিন্তু তাঁর কাছে নতুন নয়। ২০১৬ সালের ‘সাহেব বিবি গোলাম’ প্রথম মূলধারার বাংলা ছবি যা নেটফ্লিক্স-এ অন্তর্ভুক্ত হয়। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় প্রতিমের হিন্দি ওয়েব সিরিজ ‘টুথপরি’।

প্রশংসিত হয়েছিল প্রতিম ডি গুপ্তর শেষ ছবি ‘চালচিত্র’।‌ ছবিতে অভিনয় করেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রনীল বসু। এই ছবির মাধ্যমেই টলিপাড়ার পা রাখেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।‌ একই কথা প্রযোজ্য সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে কাজ করা অভিনেতা শান্তনু মাহেশ্বরীর ক্ষেত্রেও। তাঁরও প্রথম বাংলা ছবি ছিল এটি।
ছবিতে চারজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। কলকাতা পুলিশের এক অবাঙালি পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হন‌‌ শান্তনু।‌ প্রসঙ্গত, প্রতিম ডি গুপ্তর পরিচালনায় আগেও কাজ করেছেন শান্তনু। প্রতিমের পরিচালনায় নেটফ্লিক্সের রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘টুথপরি: হোয়েন লাভ বাইটস’-এ মুখ্যভূমিকায় ছিলেন তিনি।