মুক্তি পেল ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা। যেখানে সেরা বাংলা ছবির তকমা জুড়ল ‘ডিপ ফ্রিজ’-এর নামের সঙ্গে। পরিচালক অর্জুন দত্ত। তাঁর পরিচালিত ‘ডিপ ফ্রিজ’-এ ছবিতে অভিনয় করেছেন, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত অনুরাধা মুখোপাধ্যায়। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। বিচ্ছেদের পরে কী জীবন হয় ছেঁড়া সম্পর্কের? এক প্রাক্তন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন ছবি 'ডিপ ফ্রিজ' । ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্নাভ। তনুশ্রীর চরিত্রের নাম মিলি। তাতাইয়ের চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে।
আজকাল ডট ইন-কে অর্জুন দত্ত বললেন, " এককথায় আমি অভিভূত এ খবরে। এখনও বিশ্বাস হচ্ছে না নিজেরই। মায়ের কথা খুব মনে পড়ছে। এই ছবির শুটিংয়ের সময় মা খুব অসুস্থ ছিলেন। তারপর মা মারা যান। আমার তো মনে হয়, এই পুরস্কার আসলে মায়ের আশীর্বাদ। মা কিছু একটা করে, আমাকে এই পুরস্কার পাইয়ে দিয়েছে।" খানিক থেমে পরিচালক আরও বলেন, " পরিচালক হিসেবে দায়িত্ব আরও বাড়ল। ভাল কাজ করার তাগিদ অনেক, অনেকটাই বেড়ে গেল।"
অন্যদিকে, তনুশ্রী বললেন " দারুণ লাগছে। এককথায় উচ্ছ্বসিত। আমার অভিনীত ছবি আগেও জাতীয় পুরস্কার পেয়েছে -গুমনামী। এই নিয়ে দ্বিতীয়বার। আবির এবং অর্জুন, দু'জনের জন্যেই খুব ভাল লাগছে। বিশেষ করে বলব, আমার অভিনয়ের শিক্ষকের কথা। আর একটা কথা, মন দিয়ে কাজ করি। সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার কোন ছবি কী ফলাফল করল, সেই কথা ভেবে আজ পর্যন্ত কাজ করিনি। ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানাই।
অন্যদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হলেন শাহরুখ খান— তাঁর ৩৩ বছরের কেরিয়ারের প্রথম জাতীয় সম্মান!‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’— তিন দশকের এক টানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। এর মাঝেই ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখের বিস্ফোরক অভিনয় নজর কেড়েছিল সমালোচকদেরও। অ্যাকশন, আবেগ, স্টাইল আর স্টেটমেন্ট— একাই একটা ধাক্কা হয়ে এসেছিল ছবিটি। আর এবার সেই কাজটাই এনে দিল জীবনের প্রথম জাতীয় পুরস্কার।
শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েল্ফথ ফেল’ ছবির সৌজন্যে। অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানি মুখার্জি। কস্টিউম ডিজাইনা এবং রূপটান —এই দুই বিভাগেই সেরা হয়েছে ‘স্যাম বাহাদুর’।
