নিজস্ব সংবাদদাতা: নিজে থেকে আসছে প্রেম, কিন্তু সেই প্রেম নিয়ে একেবারেই খুশি নন সকলের প্রিয় 'মিঠাই রানী' অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানালেন অভিনেত্রী। 

অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে জানার কৌতুহল সবসময়ই বেশি। সৌমিতৃষার ক্ষেত্রেও একই। মাঝে শোনা গিয়েছিল প্রেম করছেন অভিনেত্রী। তবে এই বিষয়ে কখনওই নিজে মুখ খোলেননি সৌমিতৃষা। তবে এবার তাঁর কাছে আসা প্রেম নিয়ে লিখলেন নিজেই। আর এইভাবে আসা প্রেমে যে তিনি একেবারেই খুশি নন সেটাও বুঝিয়ে দিলেন অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "জোমাটো এই প্রেমগুলো দেখায় আমায়"। সঙ্গে আবার দুঃখের ইমোজি জুড়েছেন অভিনেত্রী। এর কারণ সব সময় খেতে ভালবাসেন সৌমিতৃষা। 'মিঠাই' ধারাবাহিক করার সময় শুটিংয়ের সময় খেতেন মিষ্টি, এছাড়াও নানা ধরনের খাবার খাওয়া তো চলতেই থাকতো মেকআপ রুমে। তবে নিজের কাজের জন্য সব সময় তা সম্ভব হয় না। 'প্রধান' ছবির জন্য ওজন বাড়াতে হয়েছিল সৌমিতৃষাকে। আবার নতুন চরিত্রের জন্য ওজন কমাতেও হয়। তাই সবসময়ই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হয় তারকাদের। সেক্ষেত্রে ভালবাসার জিনিস দিয়ে এইভাবে প্রেম দেখালে তো মন খারাপ হবেই। তবে শোনা যাচ্ছে বাস্তবে প্রেম করছেন সৌমিতৃষা। যদিও এই ব্যাপারে নিজে এখনও কিছুই বলেননি অভিনেত্রী।