নিজস্ব সংবাদদাতা: বিন্দুমাত্র টের পেতে দেননি কাউকে, প্রেমিক অভিনেতা দেবাঙ্ক ভট্টাচার্যর সঙ্গে গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। জি বাংলার 'আনন্দী' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তবে বিয়ের কথা বিন্দুমাত্র টের পেতে দেননি কাউকে। অবশেষে সামাজিক মতে বিয়ে সারলেন রূপা। 

 

 

 

 

শুধু বিয়ে নয়, প্রেমের কথাও বিন্দুমাত্র টের পেতে দেননি কাউকে। প্রেম বা বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেই অভিনেত্রী উত্তর দিতেন, তিনি একাই ভাল আছেন। নিজের মত থাকতে পারেন, জীবনটাকে নিজের মত গুছিয়ে নিয়েছেন তিনি। তবে এও জানাতেন যে পরে যদি কাউকে ভরসা করতে পারেন তাহলে অবশ্যই বিয়ে করবেন। সেই ভরসার হাত খুঁজে পেয়েছেন অভিনেত্রী। তাই পাঁচ কান না করে শুভ কাজটা সেরে ফেলেছেন তিনি। আমন্ত্রিত ছিলেন খুব কাছের মানুষজনেরা।

 

 

 

এমনই ব্যক্তিগত কারণে পরিবারের সঙ্গে সম্পর্ক তেমন ভাল নয় রূপার। বহুদিন থেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে একা থাকেন তিনি। মতের অমিল, কাজ নিয়ে সমস্যা, সঙ্গে নানা কারণে পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক নেই তাঁর। কাজ নিয়েই থাকতে পছন্দ করেন অভিনেত্রী। তবে এর মধ্যেই যে মনের মানুষ খুঁজে পেয়েছেন তিনি, তা জানতেন না কেউই। এমনকী সমাজমাধ্যমেও কখনও মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করেননি রূপা। এমনকী শনিবার বিয়ের ছবি দেখা যাচ্ছে না তাঁর সমাজমাধ্যমের পাতায়। 

 

 

 

আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই তেমনভাবে কথা বলতে চাননি রূপা। তাই জীবনের এত বড় সিদ্ধান্ত একদম ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন তিনি। একা থাকলেও বেশ জাঁকজমকভাবে সামাজিক মতে বিয়ে সারলেন অভিনেত্রী। এর আগে একাধিকবার বিয়ের ফটোশুট করায় অনেকে প্রথমে বিশ্বাস না করলেও পরে অবশ্য অবাক হয়েছেন অনেকেই। 

 

আরও পড়ুনঃ বড়সড় জালিয়াতির খপ্পরে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! একটা ফোন কলেই কত টাকা চোট গেল অভিনেতার?

 

 

 

এর আগে 'আনন্দী' ধারাবাহিকের মুখ্য অভিনেতা অর্থাৎ ঋত্বিকও গোপনে আংটি বদল এবং আইনি মতে বিয়ে করেন। সেই সময় অবশ্য টলিউড ইন্ডাস্ট্রির খুব কাছের বন্ধুরা এই বিষয় জেনে উপস্থিত থাকলেও রূপার বিয়েতে টলিউডের খুব কাছের মানুষদের আমন্ত্রণ ছিলেন। এদিন হাজির ছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। রূপার সমাজমাধ্যমে তাঁর ফটোশুটের পোস্ট ছাড়াও বা সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। বহু বছর পর আবার জি বাংলায় কাজ শুরু করেন তিনি, অনেকদিন বাদে মনের মত কাজ পেয়েছিলেন এই ধারাবাহিকের মাধ্যমে। তবে এই মুহূর্তে 'আনন্দী' ধারাবাহিকে ট্র্যাক বদল হওয়ায় তাঁর চরিত্রটিকে আর দেখা যাচ্ছে না। 

 

 

 

 

তবে কাজ থেকে কিছুটা বিরতি হলেও এই সময় নিজের নতুন সংসার গুছিয়ে নেবেন রূপা। ঠিক কীভাবে দেবাঙ্কর সঙ্গে আলাপ বা কবে থেকে প্রেম পর্ব শুরু, তা এখনও জানা যায়নি। এতদিন একা থাকলেও অবশেষে নিজের মনের মানুষকে পেয়েছেন রূপা। নিজের জীবন গুছিয়ে নিয়ে তবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। বিয়ের দিন সাবেকি সাজেই দেখা গেল রূপাকে। টলিউডের একাধিক বিচ্ছেদের মাঝে এই চার হাত এক হওয়ার খবরে খুশি সকলেই।