নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী পায়েল দে। গত বছর রথের দিন পঞ্জাবি মতে রোকা সেরেছেন পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনের সঙ্গে। মা-বাবা, শ্বশুর-শাশুড়ি মিলে এদিন আশীর্বাদ করেন জুটিকে।
আগেই জানা গিয়েছিল ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। আর তাই এখন থেকেই শুরু গোছগাছ। আইবুড়ো ভাত খাওয়াও শুরু করলেন পায়েল। রবিবার 'জেঠু-বম্মা'র বাড়িতে প্রথম আইবুড়ো ভাত খেলেন তিনি। ঘরোয়া আয়োজনে, ছিমছাম সাজে এদিন দেখা গেল অভিনেত্রীকে। এই মুহূর্তের ছবি ফ্রেমবন্দী করে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন পায়েল।
শুভদিনর আর বেশিদিন বাকি নেই। এর আগে এক সাক্ষাৎকারে পায়েল জানান, বিয়ের সন্ধ্যায় লাল বেনারসিতেই নিজেকে সাজাতে চান তিনি। পায়েলের কথায়, "শিখর শেরওয়ানি পরে বিয়ে করতে আসবে। তার পর নিয়ম মেনে বরপোশাক পরে পিঁড়িতে বসবে। ধুতি, টোপর পরে বিয়ে করবে বলে এখন থেকেই উত্তেজিত।" লকডাউনের সময় থেকে শুরু হয় প্রেম পর্ব। পায়েলের বাড়িতে এই প্রথম কোনও বাঙালি বাড়িতে বিয়ে হবে। তবে পরিবারের তরফে কোনও বাঁধা আসেনি। দুই পরিবারের ইচ্ছেতে এবার চার হাত এক হবে। শোনা যাচ্ছে, বাঙালি ও পঞ্জাবি দুই মতেই বিয়ে হবে তাঁদের। বিয়ের মেনুতেও থাকতে পারে বাঙালি ও পঞ্জাবি খাবার।
