নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ মাধুরিমা চক্রবর্তী। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন স্টার জলসার 'রাঙামতি তিরন্দাজ'-এ। কিন্তু আচমকাই ধারাবাহিক থেকে সরে আসতে হয় অভিনেত্রীকে।‌ শুটিং ফ্লোর থেকে শারীরিক অসুস্থতা কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে শুটিং ফ্লোর থেকে বিরতি নিয়েছেন মাধুরিমা।

 


যদিও কিছুদিনের মধ্যেই ফের পর্দায় ফিরবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। আর এবার সেই সুখবর এল। ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মাধুরিমা।

 

সূত্রের খবর, জি বাংলার 'মিত্তির বাড়ি'র নতুন সদস্য হিসাবে ধরা দিতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, ধ্রুবর বাবা অর্থাৎ জোনাকির শ্বশুরের প্রাক্তন প্রেমিকার চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। এত বছর পর 'মিত্তির বাড়ি'তে তিনি কোন ঝড় তুলতে চলেছেন তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

 


তবে এবার যে ধ্রুব-জোনাকির জীবনে ফের বিপদ আসতে চলেছে তা বোঝাই যাচ্ছে। যদিও এখন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে তারা। এবার কি বাবার প্রাক্তন প্রেমিকাকে জব্দ করতেও এক হবে তারা?