নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় জনপ্রিয়তা পেলেও কাজ করেছেন ওটিটি ও বড়পর্দায়ও। সবেতেই নজরকাড়া অভিনেত্রী মধুরিমা বসাক। বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক চরিত্রে তাঁকে দেখা গেলেও দর্শকের কাছে ব্যাপক পরিচিত পেয়েছেন অভিনেত্রী।
মধুরিমাকে দর্শক শেষ দেখেছেন স্টার জলসার ধারাবাহিক 'চিনি'তে। তারপর মাত্র কিছুদিনের বিরতি। ফের কাজে ফিরেছেন অভিনেত্রী। তবে এবার আর বাংলায় নয়, সোজা পাড়ি দিয়েছেন হিন্দি সিরিয়ালে।
কালার্স-এর 'দূর্গা' ধারাবাহিকে দেখা যাচ্ছে মধুরিমাকে। তাঁর চরিত্রের নাম 'সুহানি'। এই চরিত্রটিও নেতিবাচক বলে আজকাল ডট ইন-কে জানালেন অভিনেত্রী। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে। পর্দায় সম্প্রচারিতও হচ্ছে এই ধারাবাহিক।
প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'এক্স=প্রেম' ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন মধুরিমা। ছবিতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর 'হইচই'-এর 'রাজনীতি ২'-এও সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রীকে। 'চিনি' শেষ হওয়ার অল্প দিনের মধ্যেই নতুন কাজে ফিরে বেশ উৎসাহিত মধুরিমা।
