নিজস্ব সংবাদদাতা: বাংলা চলচ্চিত্র জগতের 'হাসির রাজা' তিনি। যাঁর অভিনয় দেখলে আজও চোখ ফেরাতে পারেনা আট থেকে আশি। তিনি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁর জীবনের টুকরো কিছু মুহূর্ত থেকে শুরু করে তাঁকে আরও একবার নতুন করে দর্শকের কাছে পরিচিত করে তোলার দায়িত্ব নিয়েছেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
৩০ আগস্ট মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'যমালয়ে জীবন্ত ভানু'। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বড়পর্দায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। এই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী ২৬ আগস্ট। ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনেই এই ছবির স্পেশাল স্ক্রিনিং-এর পরিকল্পনা করছেন নির্মাতারা।
ছবিতে অভিনেত্রী রুমা গুহঠাকুরতার চরিত্রে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে তাঁর অভিনীত চরিত্রের প্রথম ঝলক। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বাসবদত্তা বলেন, "৮০ তে আসিওনা' ছবির মান্না দের কন্ঠে 'তুমি আকাশ এখন যদি হতে' গানের আদলে তৈরি একটি গানে আমায় দেখা যাবে। এই ছবি এমন একজন মানুষের গল্পকে তুলে ধরবে য জানার আমাদের কাছে শিক্ষকের মতো। তাই জানার পরেই রাজি হই। চরিত্র স্ক্রিনে কতক্ষণ থাকবে সেই হিসাব করিনি।"
তিনি আরও বলেন, "আমার বরাবরই ইচ্ছে ছিল পুরনো দিনের প্রেমের গান নিয়ে কাজ করার। আমার মনে হয় প্রেমটা খুব সাদামাটাভাবে তুলে ধরলে তা অনেকবেশি আসল মনে হয়। বিভিন্ন জায়গায় নেচে বেড়ানোর থেকে। আমায় এই চরিত্রে সুযোগ দেওয়ার জন্য সত্যিই কৃতজ্ঞ।"
প্রসঙ্গত, ১৯৫৮ সালে ভানু বন্দোপাধ্যায়ের ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’ মুক্তি পেয়েছিল। সেই ছবির কথা আজও লোকের মুখে মুখে। ওই ছবির পরিচালক ছিলেন প্রফুল্ল চক্রবর্তী। সেই ছবির নাম ধার করেই রাখা হয়েছে এই ছবির নাম। ভানুপত্নী ‘নীলিমা দেবী’র চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।
৩০ আগস্ট মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'যমালয়ে জীবন্ত ভানু'। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বড়পর্দায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। এই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী ২৬ আগস্ট। ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনেই এই ছবির স্পেশাল স্ক্রিনিং-এর পরিকল্পনা করছেন নির্মাতারা।
ছবিতে অভিনেত্রী রুমা গুহঠাকুরতার চরিত্রে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে তাঁর অভিনীত চরিত্রের প্রথম ঝলক। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বাসবদত্তা বলেন, "৮০ তে আসিওনা' ছবির মান্না দের কন্ঠে 'তুমি আকাশ এখন যদি হতে' গানের আদলে তৈরি একটি গানে আমায় দেখা যাবে। এই ছবি এমন একজন মানুষের গল্পকে তুলে ধরবে য জানার আমাদের কাছে শিক্ষকের মতো। তাই জানার পরেই রাজি হই। চরিত্র স্ক্রিনে কতক্ষণ থাকবে সেই হিসাব করিনি।"
তিনি আরও বলেন, "আমার বরাবরই ইচ্ছে ছিল পুরনো দিনের প্রেমের গান নিয়ে কাজ করার। আমার মনে হয় প্রেমটা খুব সাদামাটাভাবে তুলে ধরলে তা অনেকবেশি আসল মনে হয়। বিভিন্ন জায়গায় নেচে বেড়ানোর থেকে। আমায় এই চরিত্রে সুযোগ দেওয়ার জন্য সত্যিই কৃতজ্ঞ।"
প্রসঙ্গত, ১৯৫৮ সালে ভানু বন্দোপাধ্যায়ের ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’ মুক্তি পেয়েছিল। সেই ছবির কথা আজও লোকের মুখে মুখে। ওই ছবির পরিচালক ছিলেন প্রফুল্ল চক্রবর্তী। সেই ছবির নাম ধার করেই রাখা হয়েছে এই ছবির নাম। ভানুপত্নী ‘নীলিমা দেবী’র চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত।
