নিজস্ব সংবাদদাতা: বাঁধন, বাধা, বারণ সবকিছু যেন নারীর এগিয়ে যাওয়ার পথে এক একটি মাইলস্টোন। যার ওপারে হাতছানি দিচ্ছে ইচ্ছেডানা। যা পেরোলেই স্বপ্ন পূরণের আশা। কথায় বলে "নারীর শত্রু নাকি নারীই'। একজন সফল পুরুষের পিছনে যেমন একজন নারীর অবদান, তেমনই নারীর সফলতায় সাধ্যমতো চেষ্টা করেন বাবা-মা। মেয়েকে নিয়ে নারী দিবসে কী বলছে টলি তারকারা? 

 

মেয়ের বাবা মানে কাঁধে রয়েছে আকাশ সমান দায়িত্ব। সত্যিই কি তাই? আজকাল ডট ইন-কে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, "হিয়াকে নিজের মতো বড় হতে দিয়েছি। ওর ভাবনার সঙ্গে অনেকসময় মিল খুঁজে না পেলেও পাশে থেকেছি। আমরাও তো একসময় নিজেদের ভাবনায় জোর দিয়েছিলাম। তাই ওর বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেরাও যেন বড় হয়েছি। চিরকালই নারী দিবস আলাদা করে পালন করি না। যে নারীরা আমার প্রতিদিনের বেঁচে থাকার রসদ, তাঁদের দিন তো রোজ।" 

 


সদ্য মা হয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী। মেয়েকে নিয়ে একটু একটু করে স্বপ্ন বুনছেন। অনিন্দিতার কথায়, "মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন‌। জীবনে আর যাই করুক, ভাল মানুষ হওয়ার পাঠ দেব। যাতে ওর দিকে কেউ চোখ তুলে তাকালে তাতে সম্ভ্রম থাকে, আর ও যেন সম্ভ্রম আর সম্মানের সঙ্গে তার জবাব দিতে পারে।"

 

কৈশোরে পা দিয়েছে অয়ন্যা চট্টোপাধ্যায়। অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল অনেক ছোটবেলায়। সঙ্গে ছিলেন মা‌ প্রান্তিকা চট্টোপাধ্যায়। মেয়ের বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ট্যাবু ভাঙতে চান তিনি। প্রান্তিকার কথায়, "অয়ন্যাকে ছোট থেকেই 'গুড টাচ, ব্যাড টাচ'-এর শিক্ষা যেমন দিয়েছি। তেমন বুঝিয়েছি ঋতুস্রাবের কথাও। ভাল, খারাপ বিচারটা সবার ব্যক্তিগত, তবুও সঠিকটা চিনতে শিখিয়েছি। চেষ্টা করেছি যাতে সময়ের গুরুত্ব বোঝে। নারী দিবস আমার কাছে রোজ। প্রতিদিন একা হাতে ঘরে-বাইরে লড়াইটা যে মনের জোরে করি, সেটার মর্যাদা দিতে শেখাই মেয়েকেও।"

 

মেয়ের হাত ধরে সদ্য নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। মেয়েকে সঙ্গী করে পরিচালক, ডাক্তার পাত্রের সঙ্গে বসেছেন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে। মেয়ে গরিমাকে নিয়ে মল্লিকা বলেন, "গরিমার জন্যই শ্বাস নিতে পারি। ও আমার জীবনে আশীর্বাদ। ওর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। মেয়েকে শালীন নয়, সভ্য হতে শিখিয়েছি। আমার ছেলে হলেও তাকে বলতাম, মেয়েদের সম্মান না দিলে সমাজে কেউ তোমায় সম্মান দেবে না। নারী দিবস নারীর লড়াইকে আরও দৃঢ় করে। চিরকালীন লড়াইয়ে মনের জোর পাক প্রতিটা নারী, সেটাই চাই।"