নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে জুটি বেঁধে 'অমর সঙ্গী' নিয়ে বড়পর্দায় ফিরছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এই মুহূর্তে চলছে ছবির প্রচারের কাজ। কিন্তু তার মাঝেই কলকাতার আনাচেকানাচে নতুন সঙ্গীর সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিক্রমকে। কার সঙ্গে সময় পেলেই আড্ডায় মাতছেন নায়ক?
 
 টলিপাড়ার সূত্রের খবর, বহুদিনের বন্ধু পরিচালক পাভেলের সঙ্গেই এখন সময় কাটাতে দেখা যাচ্ছে বিক্রমকে। সুযোগ পেলেই দুই বন্ধু বেরিয়ে পড়ছেন কলকাতা বেড়াতে। তবে কি এবার পাভেলের ফ্রেমে ধরা দেবেন বিক্রম? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। 
 
 মজার ছলে পাভেলের জবাব, "আমরা নতুন বছরে নতুন জুটি হিসাবে চমকে দিতে চাই। তাই প্রস্তুতি চলছে।" পরিচালকের কথায়, "আসলে আমাদের বন্ধুত্ব অনেকদিনের। কিন্তু এখনও পর্যন্ত একসঙ্গে কাজ করা হয়নি। বহুদিন ধরেই পরিকল্পনা চলছে। তাই ২০২৫ পড়তেই রেজলিউশন নিয়েছি, এই বছর একসঙ্গে একটা অন্তত ছবি করবই।"
পাভেল আরও বলেন, "বিক্রম যেভাবে নিজেকে তৈরি করছে বিভিন্ন চরিত্রের জন্য, একজন পরিচালকের চোখে সত্যিই ভাললাগা তৈরি করে। ওকে অনেকদিন ধরে চিনি, তাই জানি ও কত বড় মাপের অভিনেতা। একসঙ্গে অ্যাকশন-থ্রিলার ছবিতে কাজ করতে চাই। বিক্রমকে গোয়েন্দা চরিত্রে দেখার ইচ্ছা আছে আমার। সেই মতো চিন্তা-ভাবনা চলছে।"
