নিজস্ব সংবাদদাতা: তিন সাহিত্যিকের গল্প নিয়ে আসছে এক বাংলা ছবি। পরিচালনায় কাকলি ঘোষ ও অভিনব মুখোপাধ্যায়। গল্পের মূলে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'মণিহারা', বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'তারানাথ তান্ত্রিক' ও মনোজ সেনের 'শিকার'। 

 

 

এর আগে আজকাল ডট ইন-ই প্রথম জানিয়েছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'তারানাথ তান্ত্রিক'-এর গল্পে 'মাতু পাগলী'র চরিত্রে দেখা যেতে চলেছে রূপাঞ্জনা মিত্রকে। তারানাথ, মাতু পাগলীর থেকেই তন্ত্র শিক্ষা নিয়েছিলেন। কিন্তু কে হচ্ছেন পর্দার তারানাথ? 

 

 

সূত্রের খবর, এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। থিয়েটারের মঞ্চ থেকে ছোটপর্দা এমনকী বড়পর্দায়ও নজর দর্শকের কেড়েছেন সপ্তর্ষি। এবার তাঁকে দেখা যেতে চলেছে একেবারে অন্য রূপে। তারানাথ তান্ত্রিককে নিয়ে এর আগে বহু কাজ দেখেছেন দর্শক। এই চরিত্র ধীরে ধীরে দর্শকের কৌতূহলের আরও বাড়িয়েছে। এবার 'তারানাথ' রূপে সপ্তর্ষি কতটা নজর কাড়েন এখন সেটাই দেখার।‌

 

 

প্রসঙ্গত, এই ছবির তিনটি গল্পের সঙ্গে থাকবে যোগসূত্র। টলিপাড়ার অন্দরের খবর, অন্যান্য গল্পে দেখা যেতে চলেছে সত্যম ভট্টাচার্য, সন্দীপ্তা সেন, সুহোত্র মুখোপাধ্যায় ও অমৃতা চট্টোপাধ্যায়কে। জানা যাচ্ছে, চলতি মাসের শেষেই বোলপুরে হবে ছবির শুটিং।