আজকাল ওয়েবডেস্ক: চড়ছে টলিপাড়ার উত্তেজনার পারদ, ইংরেজদের শায়েস্তা করতে আসছেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় বাজেটের ছবি ‘দেবী চৌধুরানী’ নিয়ে ক্রমেই বাড়ছে উত্তাপ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী থেকে অর্জুন- কে নেই এই ছবিতে? এবার এই তারকা সমাবেশে যোগ দিচ্ছে প্রাজ্ঞ দত্ত।

আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে

কিছুদিন আগেই পরিচালক শুভ্রজিত মিত্রের সঙ্গে প্রজ্ঞের কয়েকটি ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল ইন্সটাগ্রামে। দেখা গিয়েছিল দু’জনে বসে রয়েছেন সোফায়, সামনে রাখা এক ঝাঁক অস্ত্র। কী নেই সেখানে, তরবারি থেকে চাকু সবই রয়েছে। সেই পোস্টে পরিচালক লেখেন, “দেবী চৌধুরানী ছবির জন্য ধনুর্বেদ সংহিতার সাহায্য নেওয়া হবে ৷ এটিকে ভারতের প্রাচীন মার্শাল আর্টের আখর গ্রন্থ বলা যায় ৷ একইসঙ্গে থাকছে ভারতের নিজস্ব মার্শাল আর্ট রায়বেশে৷ আসল কথাটা হল, আমরা এসেছি যোদ্ধাদের ভূমি থেকে৷ যাকে অবদমিত করে রেখেছিল ঔপনিবেশিক শাসকরা৷ আমরা সেই যোদ্ধাদের আবার ফিরিয়ে আনব৷ গবেষণা ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন গৌর প্রাজ্ঞ দত্ত।”

তবে শুধু প্রশিক্ষণে থেমে থাকেননি প্রাজ্ঞ। ছবিতে অভিনেতা হিসাবেও দেখা যাবে তাঁকে। এই প্রসঙ্গে প্রাজ্ঞ বলেন, “দেবী চৌধুরানীতে আমি শাওলিন মংক-এর চরিত্রে অভিনয় করছি। যে কি না মার্শাল আর্টের বিশেষজ্ঞ। প্রথমেই আমাদের অধিনায়ক শুভ্রজিৎ মিত্রদাকে ধন্যবাদ দিতে চাই এই আকর্ষণীয় চরিত্রে আমাকে ভাবার জন্য। আমাদের প্রযোজক অ্যাডিটেড মোশন পিকচার্সকেও অনেক ধন্যবাদ। বুম্বাদা আর শ্রাবন্তীদিকে নিয়ে নতুন করে আর কীই বা বলব, ওঁরা সবসময়ই সৃষ্টিশীলতার অনুপ্রেরণা দিয়ে চলেছেন। আমাদের গোটা দল খুবই অনুপ্রাণিত আর মনোযোগী। জয় ভৈরবী!”

প্রসঙ্গত, এর আগেও শিল্পীকে খল চরিত্রে দেখা গিয়েছে। স্টার জলসার রাণী ভবানী ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। এই প্রথম ছোটপর্দায় অভিষেক তাঁর। রাণী ভবানীর একজন শত্রুর চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রাজ্ঞ দত্তকে।

 

এই ধারাবাহিকে তিনি বর্গী দস্যুর চরিত্রে অভিনয় করছেন। রাণী ভবানীকে চক্রান্ত করে বিপদে ফেলতে তৎপর তিনি। এমন গল্পই ফুটে উঠবে এই ধারাবাহিকে। বাকি চরিত্রদের ঝলক আগেই প্রকাশ্যে এলেও দেখা মেলেনি ভবানীর এই চরম শত্রুর। আজকাল ডট ইন-এই প্রথম প্রকাশ্যে আসে তাঁর ঝলক।

 

এছাড়াও ‘রাপ্পা রায় ফুলস্টপ ডট কম’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অশোক বিশ্বনাথনের পরিচালনায় ‘হোয়াটস ইন আ নেম’ ছবিতে ‘হ্যামলেট’-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজেকে ছক ভাঙা চরিত্রে দেখতে প্রস্তুত প্রাজ্ঞ। তাই বিভিন্ন চরিত্রে, বিভিন্ন কাজে এখন এগিয়ে চলেছেন তিনি।