নিজস্ব সংবাদদাতা: সবে মাত্র শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক 'কাজল নদীর জলে'। দু'মাস ঘুরতেই আচমকা বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিল কলাকুশলীদের সঙ্গে অনুরাগীদেরও। ধারাবাহিকের কেন্দ্রীয় তিন চরিত্রের মধ্যে একজন ছিলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক শেষ হতেই নতুন কাজে ফিরলেন তিনি।
এবার প্রেমিক নন, দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে মৈনাককে। সৌজন্যে 'প্রহেলিকা'। পরিচালনায় অয়ন দে। রহস্য রোমাঞ্চে ঘেরা এই ওয়েব ছবিটি দেখা যাবে 'পার্পল এক্স' ওটিটি প্ল্যাটফর্মে। গল্পের কেন্দ্র বিন্দুতে এক তারকার রহস্য মৃত্যু। সেই মৃত্যু রহস্য উন্মোচনে দেখা যাবে পুলিশ অফিসার মৈনাককে।
সূত্রের খবর, ইতিমধ্যেই হয়ে গিয়েছে শুটিং। কলকাতা ও তার আশপাশের অঞ্চলে হয়েছে ওয়েব ছবির শুট। মুক্তি পেয়েছে পোস্টারও।পোস্টারে দেখা যাচ্ছে মধ্যরাতে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে একটি পুলিশের জিপ। আলো আঁধারিতে চারপাশ ঝাপসা। রহস্য যেন গ্রাস করছে রাতের অন্ধকারকে।
জানা যাচ্ছে, মৈনাক ছাড়াও গল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য। চলছে প্রোডাকশন পরবর্তী কাজ। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে 'প্রহেলিকা'।
