বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফের ভাগ্য এখন আসন্ন ছবি ‘বাগী ৪’-এর হাতে। পরপর বক্স অফিসে ব্যার্থতার পর একপ্রকার ‘ফ্লপ হিরো’র তকমা লেগেছিল টাইগারের গায়ে। সোমবার দুপুরে ধুমধাম করে প্রকাশিত হল টাইগার শ্রফের বহুল প্রতীক্ষিত ‘বাগী ৪’-এর প্রথম ঝলক। ‘রনি’র ভূমিকায় ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এলেন টাইগার— আর এবার তাঁর সামনে ভিলেনের আসনে বলিউডের ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত! প্রযোজকরা আগেই জানিয়েছিলেন, এটি হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে হিংস্র অধ্যায়— আর ছবির টিজার সেটাই প্রমাণ করল।
টিজারের শুরুতেই টাইগারের কণ্ঠে শোনা যায়, “প্রয়োজনীয়” আর “প্রয়োজন”— এক জিনিস নয়। তারপরেই চোখে পড়ে রক্তপিপাসু সঞ্জয় দত্তের ঝলক, যার বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত রনি। এরপর পর্দা ভরে যায় রক্তে, উড়তে থাকে হাত-পা, লাশের স্তুপ জমে ওঠে মাচেটির আঘাতে। এ ছবিতে মহিলা চরিত্রগুলিকেও সমান বরাদ্দ দেওয়া হয়েছে অ্যাকশন দৃশ্যে— সোনম বাজওয়া আর নবাগত হরনাজ সাঁধু দু’জনকেই দেখা যায় ধারালো অস্ত্র হাতে শত্রুদের টুকরো টুকরো করতে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)
তবে অ্যাকশনের মাঝে কোথাও যেন ‘দেজা ভু’। কালো পোশাকে মুখোশধারী লোকেদের গলিপথে দৌড়োনো দৃশ্য অনেকের মনে করিয়ে দিল রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এর বিখ্যাত হলওয়ে সিকোয়েন্স। কেউ লিখলেন, “হলওয়ে সিনটাও টুকে দিল।” আরেকজন কটাক্ষ করলেন, “সস্তার অ্যানিম্যাল পার্ক!”
তুলনা টানা হল মালায়ালম থ্রিলার ‘মার্কো’-র সঙ্গেও, যা এখন পর্যন্ত সবচেয়ে হিংস্র ভারতীয় ছবি হিসেবে ধরা হয়। কেউ প্রশংসা করলেন— “মার্কো + বাগী ৪ = থিয়েটার হয়ে যাবে স্টেডিয়াম!” আবার কেউ সরাসরি বললেন— “মার্কোর নকল মনে হচ্ছে।”
তবু টাইগার ভক্তদের উচ্ছ্বাসে ভাটা নেই। একজন লিখলেন, “পুরো গুজবাম্পস! টাইগারের রিয়েল কামব্যাক!” আরেকজনের ভাষায়, “দুই সিংহ, এক জঙ্গলে— এপিক ফেস-অফ।”
ফিল্মের অফিশিয়াল লাইন: “প্রতিশোধে উজ্জীবিত, অস্ত্রে সজ্জিত, আর এক রাগ যা শত্রুর শ্বাসও ছাড়তে দেবে না— টাইগার শ্রফের সবচেয়ে হিংস্র রূপে রনির প্রত্যাবর্তন।”
সাজিদ নাদিয়াদওয়ালার গল্প ও চিত্রনাট্যে, এ. হর্ষার পরিচালনায়, প্রযোজনা সাজিদ নাদিয়াদওয়ালার— বাঘী ৪ মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে।
এর আগে গত নভেম্বরে টাইগার নিজেই সমাজ মাধ্যমে এই ছবির পোস্টার ভাগ করে নিয়েছিলেন। ওই পোস্টারে তাঁকে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছিল। মুখে জলন্ত সিগারেট, হাতে রক্ত মাখা ধারাল অস্ত্র। চোখেমুখে রহস্য। তাঁর সামনে লুটিয়ে রয়েছে কিছু নিথর দেহ। টাইগারের এই লুক শোরগোল ফেলেছিল নেট দুনিয়ায়।
‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বছর চারেকের বিরতির পর আসছে 'বাঘি ৪'। পরিচালক এ হর্ষা সোমবার থেকে টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করলেন। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে প্রসেই পোস্টারের প্রথম ঝলক সামনে আসতেও সমালোচকরা টাইগারের লুকের সঙ্গে 'অ্যানিম্যাল'-এর রণবীর কাপুরের খল চরিত্রের সঙ্গে মিল খুঁজে নানা মন্তব্য করেছিলেন।