এক সময় হাড্ডাহাড্ডি লড়াই চলেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং ‘পরশুরাম’-এর মধ্যে। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ধারাবাহিকটি বেশ কয়েকবার সকলকে ছাপিয়ে ছিনিয়ে নিয়েছে সেরার শিরোপা। কিন্তু সাফল্যের উড়ান বজায় থাকেনি শেষমেশ। গত দু'সপ্তাহ ধরে নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে অ্যাকশন-ধর্মী ‘পরশুরাম’। চলতি সপ্তাহেও ৭.০ পেয়ে বেঙ্গল টপার এই মেগা।
গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এবার সেই স্থানও ফস্কে গেল। টিআরপি তালিকায় নেমে সোজা চারে এসে ঠেকল। প্রাপ্ত নম্বর ৬.৬। দ্বিতীয় স্থানে উঠে এল ‘পরীণিতা’। প্রাপ্ত নম্বর ৬.৯। গত সপ্তাহে সেই ধারাবাহিকে এসেছে নতুন মোড়। ফাঁস হয়েছে পারুলের বাবার পরিচয়। এত দিন সে যাকে বাবা বলে চিনত, আসলে সেই মানুষটি তার বাবা-ই নয়। টগরের মুখে এই কথা শুনে পারুল অবাক হয়ে যায়। বাবাকে সত্যিটা জিজ্ঞাসা করে। কিন্তু সেও কিছুতেই মুখ খুলতে চায় না। অবশেষে সবটা বুঝতে পারে পারুল। এরকম একটা কঠিন সত্যি হঠাৎ করে জেনে ভেঙে পড়ে সে। গল্পের এমন মোচড়ে যে দর্শক মুগ্ধ, তা বলে দিচ্ছে টিআরপি।
তৃতীয় স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’। দুর্গার নতুন প্রেমকাহিনি দর্শকের মন জয় করছে। ৬.৭ পেয়ে নিজের জায়গা বজায় রাখতে পেরেছে ধারাবাহিকটি। গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল ‘ফুলকি’। টিআরপি তালকিায় একধাপ নামল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৫। ফুলকি-রোহিত এখন শুধু সাংসারিক দ্বন্দ্ব সামলায়, তাদের লড়াই এখন রাজনীতির ময়দানেও। দু’জনের নজরকাড়া রসায়ন আর গল্পের বৈচিত্রে এই ধারাবাহিক কম-বেশি নিজের জায়গা ধরে রাখে।
যৌথভাবে ষষ্ঠ স্থান নিয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘চিরসখা’। প্রাপ্ত নম্বর ৬.৪। প্লুটোর মৃত্যুর ফাটল দেখা দিয়েছে মিঠি এবং কমলিনীর সম্পর্কে। প্রেম পরিণতি না পাওয়া এবং প্রেমিকের মৃত্যুর জন্য পরোক্ষভাবে মাকেই দায়ী করছে মিঠি। তার ধারণা, স্বতন্ত্রের সঙ্গে কমলিনীর বিশেষ সখ্য না থাকলে তার জীবনটা অন্য রকম হতে পারত। গল্পের নতুন দিকে ইতিমধ্যে আকর্ষিত দর্শক।
সপ্তম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। ঝুলিতে নম্বর ৬.২। আর্য-অপর্ণার মিষ্টি প্রেম, চুপিচুপি কথা নতুন রং এনেছে ধারাবাহিকে। নায়ক-নায়িকার ব্যক্তিগত দ্বন্দ্বের আঁচ সেখানে নেই। দর্শকরা দু’হাত ভরে ভালবাসা দিচ্ছেন তাঁদের।
অষ্টম স্থানে ৫.৩ নম্বর নিয়ে রয়েছে ‘কথা’। এক সময় টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক এখন অনেকটা নীচে। তবু প্রতিযোগিতায় টিকে রয়েছে কথা এবং অগ্নির রসায়নের জোরে।
নবম স্থান যৌথভাবে দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘গৃহপ্রবেশ’। দর্শকের পছন্দের উপর নির্ভর করে নম্বর পেয়েছে ৫.১। দশম স্থানে ৪.৭ পেয়ে ‘তুই আমার হিরো’।
