নিজস্ব সংবাদদাতা: টিআরপি-তে আবারও 'পরশুরাম'-এর জয়জয়কার। চলতি সপ্তাহে প্রথম স্থানে ৬.৭ নম্বর পেয়ে রয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জোড়া ধারাবাহিক। ৬.৪ নম্বরে এই স্থানে রয়েছে 'ফুলকি' ও 'পরিণীতা'। বহুদিন ধরে চেষ্টা করেও আর প্রথম স্থানে জায়গা পাচ্ছে না 'পারুল-রায়ান'-এর গল্প। তবে হাল ছাড়েনি তারা। জুটির রোমান্টিক সিন একটু একটু করে আলোচনায় উঠছে দর্শকের।

 


তৃতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে ধারাবাহিকের জায়গা একটু ওঠা-নামা হচ্ছে ঠিকই। তবে পিছিয়ে নেই এই মেগা। চলতি সপ্তাহে পেয়েছে ৬.৩। চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌। গত সপ্তাহে 'ফার্স্ট গার্ল'-এর তকমা পেলেও আবারও নম্বর কমেছে এই ধারাবাহিকের। এবার পেয়েছে ৬.১। পঞ্চমে ৫.৫ পেয়ে রয়েছে 'চিরসখা'। গল্পের নতুন মোড়ে দারুণ ফল করেছে এই ধারাবাহিক।

 

 

স্লট হারিয়েছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'ধারাবাহিক, পেয়েছে ৫.৩ রেটিং। তবে 'কথা'র সঙ্গে যৌথভাবে রয়েছে সপ্তম স্থানে। একই হাল 'মিত্তির বাড়ির'ও। স্লট হারিয়েছে ৪.০ পেয়ে নবম স্থানে। আর দশমে জলসার 'গীতা এলএলবি', এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৩.৬।