নিজস্ব প্রতিনিধি: টিআরপি তালিকায় আদৃতকে হারিয়ে দিল বন্ধু উদয়। 'গীতা এলএলবি', ফুলকির পাশাপাশি জায়গা করে নিল জি বাংলার নতুন ধারাবাহিক 'পরিণীতা'। তবে সবাইকে পিছিয়ে সেরার সেরা স্টার জলসার 'কথা'। টিআরপি-র বাকি লিস্টে হাড্ডাহাডি লড়াই চলছে জোর কদমে। 

একদিকে, আদৃতকে পেছনে ফেলে এগিয়ে গেল উদয়। অন্যদিকে, বিচ্ছেদ হওয়ার পরও একই স্থানে অভিষেক-সুরভী। সবই টিআরপি তালিকার খেলা। তবে নিজের জায়গা থেকে সরছে না 'কথা'। ৭.৫ পেয়ে টিআরপি তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার এই ধারাবাহিক। 

এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে একাধিক ধারাবাহিক,   একদম হাড্ডাহাড্ডি লড়াই। ৭.০ পেয়ে একসঙ্গে চারটি ধারাবাহিক, স্টার জলসার 'গীতা এলএলবি', 'উড়ান' এবং জি বাংলার 'ফুলকি' ও 'পরিণীতা'। শুরুর পর থেকেই টিআরপি তালিকায় প্রথম দিকে রয়েছে জি বাংলা নতুন ধারাবাহিক 'পরিণীতা'। ৬.৮ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক 'জগদ্ধাত্রী' এবং 'আনন্দী'।

৬.৭ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে আবার দু’টি ধারাবাহিক, জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' এবং স্টার জলসার 'রাঙামতি তীরন্দাজ'। ৬.৪ পেয়ে পঞ্চম স্থানে স্টার জলসার নতুন ধারাবাহিক 'গৃহপ্রবেশ'। ৬.২ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার 'তেঁতুল পাতা', ৬.১ পেয়ে সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার 'শুভ বিবাহ'। ৫.৯ পেয়ে অষ্টম স্থানে পৌঁছে গেছে স্টার জলসার দুটি ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' এবং 'হরগৌরী পাইস হোটেল'।

মাত্র ৫.৩ পেয়ে নবম স্থানে জি বাংলার নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। 'মিঠাই' ধারাবাহিকের পর প্রথমবার হয়তো টিআরপি তালিকায় এতটা পিছিয়ে পড়লেন আদৃত। টাইমলিপে ভর করে এবার কয়েক সপ্তাহ পর টিআরপি তালিকায় আবার জায়গা করে নিয়েছে ‘নিম ফুলে মধু’। পেয়েছে ৫.১।