নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহে ফের নিজের জায়গা ধরে রাখল জি বাংলার 'ফুলকি'। এই সপ্তাহেও 'বাংলা সেরার' তকমা পেল ফুলকি-রোহিতের জুটি। প্রাপ্ত নম্বর ৭.২। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'কথা'। এই সপ্তাহেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে একটুর জন্য প্রথম স্থান হাত ছাড়া হল কথা-এভির জুটির। 'কথা'র সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে 'গীতা এলএলবি'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। তিন নম্বরে রয়েছে জি বাংলার 'নিম ফুলের মধু।' ৬.৪ নম্বরে চলতি সপ্তাহে জমে উঠেছে পর্ণা-সৃজনের গল্প। 

 

 

চতুর্থ স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। গল্পের নতুন মোড়ে চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চমে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক। ৫.৮ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে 'উড়ান','রোশনাই' ও 'শুভ বিবাহ'।

 

 

ষষ্ঠ স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। 'অনুরাগের ছোঁয়া'র সঙ্গে সপ্তমে জায়গা করে নিয়েছে 'হরগৌরী পাইস হোটেল'। যৌথভাবে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। অষ্টমে রয়েছে 'রাঙ্গামতি তিরন্দাজ'। প্রাপ্ত নম্বর ৫.০। নবম স্থানেও হয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ও 'তেঁতুলপাতা'। প্রাপ্ত নম্বর ৪.৯। দশমে ৪.৬ নম্বরে এবার রয়েছে 'আনন্দী'।

 

প্রসঙ্গত, দর্শকের প্রিয় জুটি ঋত্বিক-অন্বেষা নতুন ধারাবাহিকে ফেরার পর থেকেই গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে দশমে হলেও তালিকায় জায়গা ধরে রেখেছে এই জুটি।