বলিউডে সম্পর্কের গুঞ্জন যেন কোনওদিন থামে না। আর সেই তালিকার শীর্ষেই রয়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া, যাঁর নাম কখনও আদর জৈন, তো কখনও বাদশা-র সঙ্গে জড়িয়েছে। তবে এবার প্রেমের আলো একেবারে স্পষ্ট—বলি-পাপারাৎজিরা বলছেন, তলার জল বেশ গভীর!
সম্প্রতি তারা তাঁর নতুন মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু’-এর বিহাইন্ড দ্য সিন ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। পাঞ্জাবি গায়ক এপি ঢিলোঁ-র সঙ্গে উষ্ণ রসায়নে ইতিমধ্যেই নেটদুনিয়া তেতে উঠেছে। ছবিতে তাঁকে দেখা গেছে সোনালি ব্যাকলেস হ্যাল্টার নেক ড্রেসে, যা ভক্তদের হৃদয় পিঘলিয়ে দিয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘তু হি অ্যে চাঁদ, মেরি রাত অ্যে তু’—রোমান্টিক গানে যেন প্রেমের ইঙ্গিত।
কিন্তু চমক ছিল আর এক জায়গায়—পোস্টে বীর পাহাড়িয়ার কমেন্ট! ছবির তলায় তিনি লেখেন: “আমার”। তারাও যেন কিছু না লুকিয়ে পাল্টা উত্তর দেন - “আমার”।
এই ছোট্ট, অথচ গম্ভীর মন্তব্য পড়ে নেটিজেনদের চোখ কপালে!এক কথায়, সম্পর্কটা যেন এবার ইনস্টাগ্রাম অফিশিয়াল!
শোনা যায়, মে মাস থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এক সূত্র জানায়, “তারা ও বীর ডেট করতে শুরু করেছেন কয়েক মাস আগে। তাঁরা প্রায়শই একসঙ্গে বাইরে যান।” এমনকি, এক ফ্যাশন শোতে যুগল হিসেবে র্যানম্পেও হাঁটেন তাঁরা। এরপর ইতালির ক্যাপ্রি দ্বীপে ছুটি কাটাতেও গিয়েছেন একসঙ্গে—ইনস্টাগ্রামে একই রকম ইয়টের ছবি দেখে সেই অনুমান আরও জোরদার হয়। তারা আগে আদর জৈনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তবে ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তারপরে একসময় অরুণোদয় সিং ও বাদশার সঙ্গেও নাম জড়ায়, কিন্তু তিনি তা অস্বীকার করেন।
এদিকে বীর পাহাড়িয়া সদ্য আকাশে কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ দিয়ে বলিউডে ডেবিউ করেছেন। একসময় সারা আলি খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল, পরে মানুষী চিল্লার-এর সঙ্গেও নাম জড়ায়, যদিও তাঁরা জানান শুধুই “বন্ধু”। আর বীরের ভাই শিখর পাহাড়িয়া যে জাহ্নবী কাপুরের প্রেমিক, সে তো এখন বলিউডে ওপেন সিক্রেট! সবমিলিয়ে, আপাতত প্রেম-গল্পে বলিউডের নতুন হট কাপল হিসেবে জায়গা পাকা করে নিচ্ছেন তারা-বীর জুটি।
অন্যদিকে, মাসখানেক আগে এক সূত্রের দাবি ছিল, তারা আর বীর কয়েক মাস আগেই ডেটিং শুরু করেছেন। দু’জনেই এখনও নিজেদের মধ্যে সমীকরণ বুঝে নেওয়ার রয়েছেন। মাঝেমধ্যেই একসঙ্গে ডেটে যান।” এই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হল সম্প্রতি যখন তারা ও বীর ২৫তম ল্যাকমে ফ্যাশন উইক-এ একসঙ্গে ব়্যাম্পে শো-স্টপার হয়ে নজর কাড়েন। মার্চের ২৬ থেকে ৩০ তারিখ, মুম্বইয়ে আরও একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা আয়োজিত ফ্যাশন উইকে র্যাড়ম্পে হাঁটেন তারা-বীর।সেখানে তারা সুতারিয়া একটি ব্ল্যাক লেস গাউনে ধরা দিয়েছিলেন—ভি-নেক, লম্বা, ফ্লোয়ি গাউনের সঙ্গে মিনিমাল অ্যাক্সেসরিজ ও নিখুঁত মেকআপে মুগ্ধ করেছিলেন তিনি। অন্যদিকে, ‘স্কাইফোর্স’-এর অভিনেতা বীর পাহাড়িয়া হোয়াইট স্যুট ও আইভরি ট্রাউজারে তার রানওয়ে ডেবিউ করলেন, যার স্টাইল স্টেটমেন্ট ছিল একদম আলাদা।
বীর পাহাড়িয়ার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ কম নয় বলিউডে। আগে তাঁর নাম সারা আলি খানের সঙ্গে জড়িয়েছিল। পরে বীর এক সাক্ষাৎকারে বলেন, “আমি তখন মাত্র ২০। সম্পর্ক নিয়ে গসিপ মাথার ওপর দিয়ে যাচ্ছিল। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, তবুও যা ইন্টারনেটে লেখা ছিল, সেটাই সবাই বিশ্বাস করত। তখন খুব কষ্ট পেয়েছিলাম, তবে এখন কিছু যায় আসে না। এখন এসব নিয়ে ভাবি না।” বীর আরও যোগ করেন, “এখন বুঝেছি, আমি নিজেই এসবের মধ্যে পা রেখেছি। তাই মেনে নিতে শিখে গিয়েছি।” অন্যদিকে, ২০১৯ সালের এক সাক্ষাৎকারে সারা আলি খান সরাসরি বলেছিলেন, “বীর-ই একমাত্র মানুষ, যাকে আমি ডেট করেছি। জীবনে আর কারও সঙ্গে কখনও প্রেম করিনি।” প্রসঙ্গত, বীর পাহাড়িয়া হলেন প্রাক্তন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডে-র নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়া-র ছেলে।
