সংবাদসংস্থা মুম্বই: বর্ষীয়ান অভিনেত্রী তনুজার দুই মেয়ে থাকা সত্ত্বেও এক মেয়েকে নিয়েই চর্চা চলে। তিনি বলি অভিনেত্রী কাজল। কিন্তু কাজলের ছোটবোন তানিশা সবসময় থেকেছেন লাইমলাইটের আড়ালে।
অভিনয় জীবনের শুরু থেকেই দিদি কাজলের সঙ্গে তুলনা শুনতে হয়েছে তনিশা মুখোপাধ্যায়কে। যশরাজ ফিল্মসের 'নীল অ্যান্ড নিকি' ছবিতে অভিনয় করার পর থেকেই তনিশা দর্শকের নজরে আসেন। কিন্তু দর্শকের ভালবাসা পাওয়ার আগেই সমালোচনার শিকার হয়েছেন তিনি।
দুই বোনের মধ্যে নাকি দূরত্বও তৈরি হয়েছিল। যদিও পরে নাকি তা মিটমাট হয়ে যায়। যদিও এখনও পর্যন্ত একফ্রেমে কাজল-তানিশা ধরা দিলেও দুই বোনের মধ্যে তেমন সখ্যতা দেখা যায় না। এদিকে, মা তনুজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তানিশা। যা নিয়ে এখন সমালোচনার স্রোত বয়েছে নেটপাড়ায়।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে তানিশা জানান, মেয়েদের সন্তান জন্ম দেওয়ার পর অন্তত ৫ বছর বাড়িতে থাকা উচিত। সন্তানকে সময় দেওয়া উচিত। কারণ কাজ সবসময় থাকবে, কিন্তু সন্তানের বড় হয়ে যাওয়ার পর আর ছোটবেলার মুহূর্তগুলো কোনওদিন ফিরে আসবে না।
এই প্রসঙ্গে তিনি বলেন, "ছোটবেলায় মাকে তেমন কাছে পাইনি। খুব মনে পড়তো মায়ের কথা। কিন্তু তখন বিভিন্ন শিফ্টে কাজ করছেন মা। আমি প্রায় একাই বড় হয়েছি। খুব গর্ব হয় আমার মা একজন নামজাদা অভিনেত্রী বলে। কিন্তু যে সময় সবচেয়ে মাকে প্রয়োজন ছিল তখন অনেক চেয়েও পাইনি।"
তানিশার এই কথায়, মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজ মাধ্যমে। কেউ নারী স্বাধীনতায় নারীরাই বড় বাধা হন বলে কটুক্তি করেছেন। কেউ আবার শৈশবে মায়ের গুরুত্বকে জোর দিয়ে তানিশাকে সমর্থনও করেছেন।
