নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন স্বীকৃতি মজুমদার। একের পর এক ধারাবাহিকে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। শুধু ধারাবাহিকই নয়, ওটিটি দুনিয়ায়ও তিনি নিজের জায়গা পাকা করেছেন। কিছুদিন আগেই খবর এসেছিল এবার বড়পর্দায় নতুন ইনিংস শুরু করছেন নায়িকা।

 


মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বিষণ্ণ' ছবিতে দেখা যাবে তাঁকে। তবে এরই মধ্যে আরও একটি ছবির কাজ শেষ করলেন স্বীকৃতি। অভিনেত্রীকে 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'-এ দেখা যাবে। শুক্রবার নির্মাতাদের পক্ষ থেকে ছবির কলাকুশলীদের প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা মিলেছে স্বীকৃতির। তাঁকে এই ছবিতে ‘রাধিকা’-এর চরিত্রে দেখা যাবে। গল্পে 'রাধিকা' একটি গয়নার বিপণীর কর্মী।

 


প্রসঙ্গত, 'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে' এবং 'এই রাত তোমার আমার'-এর অসাধারণ সাফল্যের পর, 'হইচই স্টুডিও' আবারও বড় পর্দায় নতুন ছবি নিয়ে ফিরেছে। 'একেন বাবু'র এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। 

 

 

এই ছবিতে অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইশা সাহা, গৌরব চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, ঋষভ বসু, বিশ্বনাথ বসু, সাগ্নিক চট্টপাধ্যায় এবং কৌশিক হাফিজি প্রমুখকে। ছবিটি গরমের ছুটিতে চলতি বছরের ১৬ মে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।