প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বোন মন্ধিরা কাপুর স্মিথ মুখ খুললেন দাদার ব্যক্তিগত জীবনের ঝড়ঝঞ্ঝা নিয়ে। সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে মন্ধিরা সরাসরি অভিযোগ তুলেছেন — সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবই নাকি সঞ্জয়ের সঙ্গে করিশ্মা কাপুরের সংসার ভাঙার মূল কারণ!
মন্ধিরার কথায়, “করিশ্মা আর সঞ্জয়ের সবে প্রথম সন্তান হয়েছিল, সংসারটা তখনও টিকিয়ে রাখার চেষ্টা চলছিল। ওই সময় অন্য এক মহিলার এসে সব নষ্ট করে দেওয়া অত্যন্ত খারাপ ব্যাপার। একটা পরিবার যখন সন্তানকেনিয়ে টিকে থাকার সমস্ত রকম চেষ্টা করছে, তখন সেখানে ঢুকে ওটা ভাঙা মানে একটা বাড়ি ধ্বংস করে দেওয়া। করিশ্মা খুব চেষ্টা করছিল সংসারটা বাঁচাতে, কিন্তু ওর প্রাপ্যটা ও পায়নি।”
তিনি আরও জানান, সঞ্জয় কাপুরের পরিবার কখনওই প্রিয়া সচদেবকে মেনে নেয়নি। মন্ধিরার দাবি, তাঁদের প্রয়াত বাবা সুরিন্দর কাপুর স্পষ্ট বলেছিলেন— “ওকে আমি আমার ছেলের বৌ হিসেবে কখনও দেখতে চাই না। ওদের সন্তান হওয়াও উচিত নয়।”
মন্ধিরা বলেন, “আমরা সবাই তখন গোয়ায় ছিলাম— মা, বাবা, দিদি, দিদির স্বামী— সকলে একমত হয়েছিলাম যে প্রিয়ার সঙ্গে বিয়ে ওর করা উচিত নয়। করিশ্মার তো সব ছিল— বাচ্চারা, সংসার, ভালবাসা— ওদের সম্পর্কটা ঠিক করা যেত। ওর নিজের স্বামীটা ওর থাকা উচিত ছিল।”তবে ২০১৭ সালে নিউ ইয়র্কে যখন সঞ্জয়-প্রিয়ার বিয়ে হয়, সেই অনুষ্ঠানে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না— শুধু মা রানি কাপুর ছাড়া।
প্রসঙ্গত, সঞ্জয় কাপুর ছিলেন সোনা কমস্টারের চেয়ারম্যান। ২০০৩ সালে করিশ্মা কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০০৫ সালে জন্ম নেয় কন্যা সামাইরা, ২০১১ সালে পুত্র কিয়ান। ২০১৪ সালে শুরু হয় তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা, যা শেষ হয় ২০১৬-তে। এরপর প্রিয়া সচদেবের সঙ্গে বিয়ে করেন সঞ্জয়, এবং তাঁদের এক পুত্র, আজারিয়াস।
তবে এখানেই শেষ নয়। বর্তমানে চলছে সঞ্জয়ের বিশাল সম্পত্তি নিয়ে আইনি লড়াই। জানা গিয়েছে, প্রিয়া সচদেব দিল্লি হাইকোর্টে এক ‘উইল’ বা ইচ্ছাপত্র পেশ করেছেন, যা সঞ্জয়ের বলে দাবি করেন তিনি। কিন্তু সেই দাবি চ্যালেঞ্জ করেছে করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান, সঙ্গে সঞ্জয়ের মা রানি কাপুরও।
কিছু প্রতিবেদনে দাবি, সঞ্জয়ের সম্পত্তির পরিমাণ প্রায় ৩০,০০০ কোটি টাকা! তবে করিশ্মার সন্তানরা জানিয়েছেন, তাঁরা প্রকৃত অঙ্ক সম্পর্কে নিশ্চিত নন। গত ১০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট প্রিয়াকে নির্দেশ দিয়েছে, সঞ্জয়ের সমস্ত সম্পত্তির তালিকা আদালতে জমা দিতে।
সঞ্জয় কাপুরের মৃত্যু হয় চলতি বছরের ১২ জুন, লন্ডনে পোলো খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে। ১৯ জুন তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লির লোধি রোডে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে।
একসময় করিশ্মা কাপুরের রূপকথার মতো বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত অধ্যায়। কিন্তু আজ, সেই গল্প যেন নতুন করে ফিরছে— অভিযোগ, সম্পত্তি ও বিশ্বাসঘাতকতার গন্ধ মেখে।
