গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়ে যান তাঁর ভক্ত থেকে সহকর্মীরা। যদিও বুধবার দুপুরে বাড়ি ফিরে যান তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোবিন্দাজানান, অতিরিক্ত শরীরচর্চার ফলেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু আরও অবাক করা ঘটনা হল, স্বামীর অসুস্থতার কথা জানতেনই না সুনীতা আহুজা! তিনি নাকি মিডিয়ার রিপোর্ট ও হাসপাতালের বাইরে গোবিন্দার ইন্টারভিউ দেখে এই খবর জানতে পেরেছেন।
মঙ্গলবার থেকে গোবিন্দা শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। মাথা ঘোরা, ক্লান্তি ও দুর্বলতার কারণে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু তাঁকে রাতে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছেন। নতুন ছবির প্রস্তুতির জন্য তিনি নাকি বেশ কিছুদিন ধরে কঠোর শরীরচর্চা করছিলেন। ফলে অতিরিক্ত পরিশ্রমই তাঁর শরীরের ওপর প্রভাব ফেলেছে। কিন্তু সুনীতা নাকি গোবিন্দার অসুস্থতা সম্পর্কে পরিবারের কাছ থেকেও তিনি প্রথমে কোনও বিস্তারিত তথ্য পাননি।
পরদিন হাসপাতাল থেকে বেরিয়ে গোবিন্দা হাসিমুখে সাংবাদিকদের জানান,“আমি এখন ভাল আছি। অতিরিক্ত ব্যায়াম করেছিলাম, তাই শরীরে ক্লান্তি এসেছিল। যোগব্যায়াম ও প্রাণায়ামই আসলে শরীর ও মনের জন্য উপকারী। ভারী ব্যায়াম বেশ কঠিন। আমি নিজের ব্যক্তিত্ব আরও উন্নত করার চেষ্টা করছি। আমার মনে হয়, যোগ এবং প্রাণায়ামই সবচেয়ে ভাল পথ।” ই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। আর সেই ভিডিও দেখেই নাকি ঘটনাটি পুরোপুরি বুঝতে পারেন সুনীতা।
অভিনেতার স্ত্রীর কথায়, “আমি তখন মুম্বাইয়ে ছিলাম না। হঠাৎ একটি ভিডিও দেখি যেখানে গোবিন্দা হাসপাতালের বাইরে কথা বলছে। তখনই পুরো বিষয়টা বুঝতে পারলাম।” তিনি আরও বলেন, “ও এখন ভাল আছে, আমরা দুশ্চিন্তা করছি না। তবে ওকে এতটা ক্লান্ত হওয়ার মতো পরিশ্রম করা উচিত হয়নি।”
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে,স্বামীর অসুস্থতার খবর স্ত্রী কীভাবে আগে জানলেন না? অনেকেই ধারণা করছেন, সুনীতা ও তাঁদের মেয়ে টিনা সেদিন শহরের বাইরে থাকায় যোগাযোগের অসুবিধা হয়েছিল। তবে পরিবার জানিয়েছে, বিষয়টি নিয়ে অযথা জল্পনার প্রয়োজন নেই; গবিন্দা এখন বিশ্রামে আছেন এবং দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন।
আপাতত গবিন্দার সুস্থতার খবর পেয়ে ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন। ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী, সকলেই প্রার্থনা করেছেন, প্রিয় অভিনেতা যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আগের মতো প্রাণবন্ত রূপে ফিরতে পারেন।
