বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি তাঁদের বিচ্ছেদের জল্পনা নিয়ে শিরোনামে উঠে এসেছেন। গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তারকা-দম্পতি যদিও প্রকাশ্যে জানিয়েছেন যে তাঁরা এখনও একসঙ্গে আছেন, তবুও সুনীতা বারবার স্বামীর জীবনের ‘ভুল সিদ্ধান্ত’ নিয়ে মুখ খুলছেন এবং স্পষ্টই বলেছেন— পরের জন্মে তিনি গোবিন্দাকে স্বামী হিসাবে চান না।

এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, “নিজেকে সামলে রাখা খুব জরুরি। যৌবনে সকলে ভুল করে— আমি করেছি, গোবিন্দাও করেছে। কিন্তু যখন বয়স বাড়ে, তখনও যদি ভুল করতে থাকেন, সেটা মানায় না। যখন আপনার সুন্দর পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তখন কেন এমন কিছু করবেন?”

তিনি আরও বলেন, “আমাদের দু’জনের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। আমি আজ বেঁচে আছি শুধু আমার সন্তানদের ভালবাসার জন্য। আমি চাই আমার সন্তানরাই শুধু আমাকে ভালোবাসুক।”

স্বামীর জীবনের প্রতি ইঙ্গিত করে সুনীতা বলেন, “দেখুন, ও (গোবিন্দা) তো হিরো। হিরোইনদের সঙ্গেই ওর বেশি সময় কাটে। একজন তারকা-স্বামীর স্ত্রী হতে গেলে খুব শক্ত হতে হয়। হৃদয়কে পাথর করে ফেলতে হয়। ৩৮ বছরের সংসারে এসে আজ বুঝেছি— যৌবনে এসব বুঝিনি।”

সুনীতাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কি পরের জন্মেও গোবিন্দাকেই স্বামী হিসাবে চান, তখন সুনীতা দৃঢ়ভাবে বলেন, “না, আমি চাই না। আগেই বলে দিয়েছি— গোবিন্দা খুব ভাল ছেলে, ভাল ভাই, কিন্তু স্বামী হিসাবে নয়। পরের জন্মে আমার ছেলে হয়ে জন্মাক, স্বামী নয়। সাত জন্ম তো দূরের কথা, এই জন্মটাই যথেষ্ট।”

সুনীতা আরও বলেন, “অনেক সময় শুনেছি, ওর (গোবিন্দার) এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু যতক্ষণ না নিজের চোখে দেখি বা হাতে-নাতে ধরি, ততক্ষণ আমি কিছুই বলতে পারব না। শুনে বিশ্বাস করা ঠিক নয়।”

গোবিন্দা এবং সুনীতা আহুজার সম্পর্কের এই খোলামেলা স্বীকারোক্তি আবারও বলিউডে আলোচনার জন্ম দিয়েছে। একসময় ‘আদর্শ জুটি’ হিসেবে যাঁরা দর্শকের প্রিয় ছিলেন, তাঁদের জীবনের এই বাস্তব দিক প্রমাণ করে— গ্ল্যামার জগতের ঝলমলে আড়ালে লুকিয়ে থাকে অগণিত চাপ, ভুল এবং মানসিক টানাপোড়েন। তবুও, সুনীতার দৃঢ়তা এবং নিজের অবস্থান প্রকাশের সাহস আজ অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠছে।

গোবিন্দা ও সুনীতার সম্পর্ক বরাবরই বলিউডে আলোচনার বিষয়। নব্বইয়ের দশকে তাঁদের প্রেমের কাহিনি ছিল রূপকথার মতো। পরে বিয়ে ও সন্তানদের জন্মের পরও তাঁদের জীবনে কম ঝড় আসেনি। বেশ কিছু বছর আগেও তাঁদের মধ্যে মতভেদ এবং দূরত্বের খবর ছড়িয়েছিল।