নিজস্ব সংবাদদাতা: বর্তমানে স্টার জলসার 'পরশুরাম-আজকের নায়ক' ধারাবাহিক নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু। তবে তার মাঝেও নিজের ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে ভুলছেন না অভিনেতা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঙ্গে প্রেম করছেন ইন্দ্রজিৎ, জানেন কে সেই অভিনেত্রী? 

 

 


পর্দায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে 'পরশুরাম'-এর সুখের সংসার হলেও বাস্তবে এখনও বিয়ে করেননি ইন্দ্রজিৎ। নিজের প্রেম নিয়ে খুব একটা বেশি কথা বলেন না তিনি। তবে অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন টলিউড অভিনেত্রীর সঙ্গে। এর আগে সেই কথা তেমনভাবে স্বীকার না করলেও অবশেষে সমাজমাধ্যমে যদি সম্পর্কের স্বীকৃতি দিলেন ইন্দ্রজিৎ। অভিনেত্রী সাক্ষী রায়ের সঙ্গে অনেকদিন ধরে প্রেম করছেন ইন্দ্রজিৎ। যদিও সমাজমাধ্যমে তেমনভাবে ছবি বা ভিডিও প্রকাশ্যে আনেন না তাঁরা কেউই।

 


আসলে ব্যক্তিগত জীবনকে সবকিছু থেকে আড়ালে রাখতেই পছন্দ করেন তাঁরা। তবে নেটিজেনদের বুঝিয়ে দিলেন যারা প্রেম করছেন। প্রকাশ্যে আসা ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে, প্রথমবার মনের কথা জানিয়েছিলেন ইন্দ্রজিৎ। এই সম্পর্কে বেশি দায়িত্বশীল ইন্দ্রজিৎ-ই। আবার দু'জনের মধ্যে খেতে বেশি ভালবাসেন সাক্ষী। এমনই একটি মজার ভিডিও ভাগ করে তাঁরা বুঝিয়ে দিয়েছেন নিজেদের প্রেমের কথা। 

 

 

এই মুহূর্তে সাক্ষীকে ছোটপর্দায় দেখা না গেলেও স্টার জলসার 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকে 'অনুষ্কা'র চরিত্রে শেষবার দেখেছেন দর্শক। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতে পরিচিত মুখ সাক্ষী। ইন্দ্রজিৎ-সাক্ষীর প্রেম সামনে আসতেই নেটপাড়ায় প্রশ্ন উঠছে, তবে কি শীঘ্রই অর্থাৎ চার হাত এক করতে চলেছেন টলিউডের এই দুই তারকা?