সংবাদ সংস্থা মুম্বই: জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি ফের ইতিহাস গড়তে চলেছেন! মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ অভিনীত তাঁর নয়া ছবি ‘এসএসএমবি ২৯’ ছবিটি প্রথমে দু’ভাগে মুক্তি পাওয়ার কথা থাকলেও, তা আর হচ্ছে না। রাজামৌলি আচমকা সিদ্ধান্ত নিয়েছেন—সিক্যুয়েলের ভাগে নয়, এই ছবি হবে স্রেফ একটিমাত্র মেগা-অ্যাডভেঞ্চার, যা পর্দায় ঝড় তুলবে! ‘বাহুবলী’র মাধ্যমে ভারতীয় ছবির ইন্ডাস্ট্রিতে দুই-ভাগের ছবির গল্প বলার ট্রেন্ড শুরু করলেও, এবার উল্টো পথে হাঁটছেন খোদ রাজামৌলি। তিনি মনে করেন, অনেক ছবি নির্মাতা-ই বর্তমানে একটি ছবির গল্পকে অযথা টেনে যান স্রেফ ব্যবসার নিরিখে। তাই তাঁর এসএসএমবি ২৯ হবে একটিমাত্র ছবিতেই সম্পূর্ণ গল্প, যার দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৩০ মিনিট!
এককথায় এই ছবি বাস্তব, পৌরাণিক কাহিনি আর অ্যাডভেঞ্চারের চমৎকার মিশেল। ইতিমধ্যেই ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং শেষ হয়েছে, এবং খুব শীঘ্রই আসতে চলেছে ২ মিনিটের স্পেশ্যাল ঘোষণা ভিডিও। উল্লেখ্য, শুধু হিন্দি ছবিপ্রেমী দর্শক-ই নয়, আন্তর্জাতিক দর্শকের জন্যও প্ল্যানিং চলছে। রাজামৌলি এবার আন্তর্জাতিক স্টুডিও ও নির্মাতাদের সঙ্গে কাজ করছেন, যাতে এই ছবি বিশ্বব্যাপী আরও বড় করে মুক্তি পায়!
২০২৭-এ আসছে ভারতীয় সিনেমার এই নতুন বিস্ফোরণ! আপনি কি তৈরি?
