আড়াই দশকের বেশি সময় ধরে দাপিয়ে অভিনয় করছেন তিনি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ছবিতে কখনও নায়ক, কখনও বা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। শুধু টলিপাড়া নয়, বলিউড এবং দক্ষিণী ছবিতেও অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি, যিশু সেনগুপ্ত। করেছেন, অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, ইরফান খানদের সঙ্গে অভিনয়। ঋতুপর্ণ ঘোষের যেসব ছবিতে যিশু অভিনয় করেছিলেন, তার মধ্যে 'আবহমান', 'দ্য লাস্ট লিয়র' জিতেছিল জাতীয় পুরস্কারের সম্মান। সৃজিতের জাতীয় পুরস্কার পাওয়া ছবি 'জাতিস্মর'-এর অন্যতম মুখ্যচরিত্রে ছিলেন যিশু।
এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যম যিশুকে নিয়ে লেখা প্রতিবেদনের শিরোনামে তাঁর নামের বদলে লেখা হয়েছে কাজলের সহ-অভিনেতা! আর তা দেখেই শুধু অবাক নয়, খানিক ক্ষুব্ধ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজস্ব ছন্দে বাঙালি অভিনেতার হয়ে সমাজমাধ্যম পাল্টা জবাব দিলেন তিনি!
কাজলের সহ-অভিনেতা ঋতুপর্ণ ঘোষের নায়ক। জাতীয় পুরস্কারজয়ী একাধিক ছবির মুখ্য অভিনেতা। হিন্দি, বাংলা, তেলুগু, মালয়ালম— চারটে ইন্ডাস্ট্রিতে দাপটের অভিনয়। তাঁর ২৭ বছরের দীর্ঘ কেরিয়ার। তাঁর নামটা হল—যিশু সেনগুপ্ত।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের দুনিয়ায় পারেখেছিলেন কাজল । ওয়েব সিরিজের নাম ছিল ‘দ্য ট্রায়াল’। সিরিজে কাজলের সঙ্গে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা যিশুও। সিরিজে দম্পতির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল ও যিশু। সেই দাম্পত্য জীবনের ঝড়-ই এই সিরিজের প্রধান উপজীব্য ছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের দ্বিতীয় সিজন। সেখানেও মুখ্যভূমিকায় দেখা গিয়েছে যিশু এবং কাজলকে।
