নিজস্ব সংবাদদাতা: প্রথম ছবি ‘বেলাইন’-এর পর ‘মায়া সত্য ভ্রম’ নিয়ে ফিরছেন শমীক রায়চৌধুরী। ফের থ্রিলারের মোড়কে গল্প বুনেছেন পরিচালক। এই ছবির পরিচালনার পাশাপাশি ছবির গল্প লিখেছেন স্বয়ং শমীক রায়চৌধুরী।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার, আলেকজান্দ্রা টেলর এবং পিন্টু চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সৌম্য মজুমদার, শুভ্রজিৎ দত্ত, দেবেশ রায়চৌধুরী, মনোজ মিশিগান, রানা বসু ঠাকুর, পারমিতা মুখোপাধ্যায়কে। এই ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন প্রসেনজিৎ কোলে। আর্ট ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তপন শেঠ। সঙ্গীত পরিচালনা করেছেন তমাল কান্তি হালদার। গীতিকার তমাল এবং প্রলয় সরকার।
ছবিতে থাকবে মোট পাঁচটি গান। রবিবার হল গানের রেকর্ডিং। তিমির বিশ্বাস ও শ্রেষ্ঠা দাসের কণ্ঠে থাকছে একটি গান। বাকি চারটি গানে কণ্ঠ দেবেন তমাল কান্তি হালদার, শিলাজিৎ মজুমদার, রূপম ইসলাম ও লগ্নজিতা চক্রবর্তী।
পরিচালকের কথায়, "একসঙ্গে পরিচালনা ও প্রযোজনা সামলানো বেশ কঠিন। কারণ, মাথায় অনেক হিসাব চলতে থাকে। প্রায় ৫৪ জন তারকা নিয়ে কাজ করেছি, তাই চাপ ছিল। আমার ছবি বরাবরই অনুভূতির গল্প বলে। এবারও তার অন্যথা হয়নি।"
তিনি আরও বলেন, "পরিচালনায় যাত্রাটা খুব সহজ ছিল না। ভিএফএক্সের কাজ দিয়ে প্রথম শুরু করি। তারপর কলকাতায় এসে শুরু হয় লড়াই। বিনোদন জগতে টিকে থাকার, নিজেকে প্রমাণ করার লড়াই বলাই যায়। দ্বিতীয় ছবিতেই পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্ব সামলানোটা তাই আমার কাছে বড় ব্যাপার।"
জানা গিয়েছে, কলকাতা ও ওড়িশা মিলিয়ে হয়েছে শুটিং। বেশকিছু ফেস্টিভ্যাল ঘুরে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতে মুক্তি পাবে 'মায়া সত্য ভ্রম'।
