সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
জাহিরকে ছাড়াই রঙিন সোনাক্ষী
বিয়ের পর প্রথম হোলি একাই পালন করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বলি তারকাদের এদিন জুটিতে দেখা গেলেও সোনাক্ষীর সঙ্গে দেখা মেলেনি স্বামী জাহির ইকবালের। ধর্মের কারণেই কি হোলিতে নেই জাহির? নেটিজেনদের এই প্রশ্ন আসতেই সোনাক্ষী পাল্টা জবাবে জানান, জাহির মুম্বইয়ে, আর তিনি শুটিংয়ে। তাই একসঙ্গে হোলি খেলা হয়নি।
কার সঙ্গে হোলি খেললেন প্রিয়াঙ্কা?
এসএস রাজামৌলির পরিচালনায় নতুনভাবে পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালকের আগামী ছবিতে দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। অ্যাকশন ঘরানার এই ছবিতে থাকবে দারুণ রোম্যান্সও, এমনটাই জানা যাচ্ছে। এই ছবির শুটিং ফ্লোরেই হোলির উদ্যাপনে মাতলেন প্রিয়াঙ্কা। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধার খবরে সিলমোহর পড়েছে।
ওটিটিতে কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত অভিনীত, প্রযোজিত এবং পরিচালিত ছবি 'ইমার্জেন্সি' বড়পর্দায় মুক্তি পেয়েছে ১৭ জানুয়ারি। ১৯৭৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে ভারতে লাগু হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি হয়েছে। জি স্টুডিও এবং কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের সহ-প্রযোজনায় মুক্তি পাওয়া 'ইমার্জেন্সি' চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ১৪ মার্চ থেকে এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ দেখতে পাচ্ছেন দর্শক। এই খবর সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন কঙ্গনা।
