রবিবার ১০ আগস্ট জনপ্রিয় গায়ক-অভিনেতা শিলাজিতের স্ত্রী ইলিনা মজুমদারের জন্মদিন। তাঁদের দাম্পত্যে, বন্ধুত্বের বয়স পেরিয়ে গিয়েছে ৪০ বছরের চৌকাঠ। এদিন স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ছোট্ট একটি আদুরে পোস্ট করেছেন শিল্পী। সেই লেখায় ‘ঝিন্টি তুই বাড়ি যা’ কিংবা ‘ডাণ্ডা টুডুং টুডুং’-এর সুর নেই, আছে স্রেফ মনকেমনের।
ফেসবুকে স্ত্রীয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শিলাজিৎ। সেখানে মোটেও তাঁরা হাসিহাসি মুখ করে পরস্পরের পাশে বসে নেই। ছবিতে দেখা যাচ্ছে একটি গাড়ির সিটের দু'দিকে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তাঁরা। ইলিনা যতটা পরিপাটি, শিলাজিৎ সেই তুলনায় ঈষৎ অগোছালো। জানালার বাইরে তখন পর্যন্ত বিকেলের রোদ। এই ছবির সঙ্গে শিলাজিৎ লিখলেন,
“এই দিন টা স্পেশাল।
 
 ছবি টা অদ্ভুত। 
 
 দাস্তা নিয়া কখন এক ফাঁকে তুলেছে।
 
 প্রায় চল্লিশ বছর  হয়ে গেলো আমাদের আলাপের।কোনদিন ই কেউ কাউকে শুভ জন্মদিন বলিনি।
 
 আজকেও বলছি না।কোনোদিন কোনো উপহার দিয়েছি বলেও মনে করতে পারছি না।আমি তো দিই নি।
 
 আমরা একে অপরকে একটাই উপহার দিতে পেরেছি তার নাম ধী মজুমদার।
 
 সবাই কে সব সময় জাগ্রত থাকতেই হবে এরকম তো কোনো কথা ছিল না।” 
 
 (পোস্টের বানান অপরিবর্তিত রাখা হয়েছে) 

 
 ইলিনার সঙ্গে দাম্পত্য নিয়ে শিলাজিতের কথায়, “আমরা মোটেও সুখী দম্পতি নই। দু’মিনিট মুখোমুখি বসলেই ঝগড়া। তবু এ ভাবেই ৪০ বছর আমরা একসঙ্গে।”
এক সাক্ষাৎকারে তাঁর স্ত্রী সম্পর্কে শিলাজিৎ আরও বলেছেন, “আজও পরস্পরের বন্ধু হয়েই আছি। বয়সকালে ও-ও তো কম সুন্দরী ছিল না। প্রচুর পুরুষ অনুরাগী ওর-ও ছিল। আমি সে সব নিয়ে কিচ্ছু মনে করিনি। নারী-পুরুষ সুন্দর হলে বিপরীতে থাকা মানুষটি তো আকৃষ্ট হবেই। এত বছর পরে আমার বৌয়ের জন্মদিনে কেন জানি না মনে হল, কিছু বলব না! অন্তত কিচ্ছু?” 
 
 অগত্যা...।

শিলাজিৎ ও ইলিনার আলাপ প্রায় চল্লিশ বছর আগে, যখন তাঁরা দু’জনেই ছিলেন জীবনের শুরুর পথে। সময়ের সঙ্গে সম্পর্কের রূপ বদলেছে—মধুরতা ও তিক্ততার মিশেলে গড়ে উঠেছে এক অদ্ভুত বন্ধন, যা ভেঙে যায়নি কখনও।
দাম্পত্য জীবনের উত্থান-পতন, ঝগড়া-বিবাদ, হাসি-কান্না—সব পেরিয়ে তাঁরা আজও একসঙ্গে। জন্মদিনে ‘আই লাভ ইউ’ বা দামী উপহারের বদলে, এই সহজ-সরল স্বীকারোক্তিই যেন প্রমাণ করে, চার দশকের সম্পর্কের আসল শক্তি আসলে সঙ্গ, বোঝাপড়া আর নিঃশব্দ ভালবাসা।
