দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এক ফ্রেমে ধরা দিলেন বলিউড তারকা দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা, সঙ্গে তাঁদের নবজাতক শিশুকন্যা। মা হওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন কিয়ারা, এবং স্বামী সিদ্ধার্থের সঙ্গে মুম্বই বিমানবন্দরে তাঁদের এই প্রথম পারিবারিক উপস্থিতি দেখে উচ্ছ্বসিত হয়েছেন অনুরাগীরা। 

 

 

 

 

তারকা দম্পতি হিসেবে কিয়ারা এবং সিদ্ধার্থ সব সময় নিজেদের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন। তাঁদের এই প্রথম পারিবারিক সফরেও তাঁরা সেই গোপনীয়তা বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁদের ছোট্ট রাজকন্যাকে নিয়ে প্রকাশ্যে আসতেই পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে, যা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত খবর।

 

 

 

 

 

ওই ভিডিও ফুটেজ থেকে জানা যায়, মুম্বই বিমানবন্দরে গাড়ি থেকে নামার সময় তাঁরা অত্যন্ত সতর্ক ছিলেন। একটি বড় ছাতার আড়ালে কিয়ারা তাঁর শিশুকন্যাকে নিয়ে হেঁটে যান। যাতে তাঁদের 'লিটল প্রিন্সেস'-কে ক্যামেরার লেন্স থেকে দূরে রাখা যায়। এই পদক্ষেপটি তাঁদের গোপনীয়তা বজায় রাখার প্রতি অঙ্গীকারকে আরও স্পষ্ট করে তোলে। সিদ্ধার্থ মালহোত্রা সাবধানে তাঁদের পাশেই হাঁটছিলেন, যা পিতৃত্বের এই নতুন যাত্রায় স্ত্রীর প্রতি তাঁর সমর্থনকেই প্রতিফলিত করে। 

 

 

 

 

গত ১৫ জুলাই কন্যার জন্মের পর থেকেই এই তারকা জুটি জনসমক্ষে আসা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। অনুরাগীরা তাঁদের প্রথম পারিবারিক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং বিমানবন্দরের এই দৃশ্যটি সেই অপেক্ষার অবসান ঘটাল।

 

 

আরও পড়ুন: পর পর তিনবার! পাড়া কাঁপিয়ে ফের গুলি চলল কপিল শর্মার রেস্তরাঁয়, দায় স্বীকার করল কোন কুখ্যাত গ্যাংস্টারের দল?  

 

 

 

সন্তানের আগমন উপলক্ষে কিয়ারা এবং সিদ্ধার্থ নিজেদের নতুন অভিজ্ঞতা নিয়ে বেশ রোমাঞ্চিত। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা এক টেলিভিশন অনুষ্ঠানে তাঁদের পরিবর্তিত জীবনযাত্রা নিয়ে মজার ছলে কিছু ব্যক্তিগত কথা ভাগ করে নিয়েছিলেন। ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে তিনি জানান, পিতৃত্বের কারণে তাঁদের পুরো রুটিন পাল্টে গিয়েছে। তিনি বলেন, "আমাদের দৈনন্দিন পুরো রুটিনে পরিবর্তন এসেছে। আমি তো আজ মেয়ের কাছ থেকে আসছি। সে খাবারের যত্ন নেওয়ার ক্ষেত্রেই হোক বা ঘুমের অভ্যাসের, আজকাল রাত জাগা হচ্ছে ঠিকই, তবে অন্য কারণে! ভোর তিনটে-চারটেয় খাওয়ানো চলছে।"

 

 

 

 

 

সিদ্ধার্থের এই মন্তব্য তারকা জীবনের বাইরে তাঁদের সাধারণ বাবা-মায়ের ভূমিকাকে তুলে ধরে।

কিয়ারা এবং সিদ্ধার্থ তাঁদের মেয়ের জন্মের সংবাদটি ১৫ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন।একইসঙ্গে তাঁরা শুভাকাঙ্ক্ষীদের কাছে এই বিশেষ সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধও করেছিলেন। 

 

 

 

 

প্রসঙ্গত, ২০২৩ সালে রাজস্থানের জয়সলমীরে অত্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে কিয়ারা এবং সিদ্ধার্থ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের অন-স্ক্রিন রসায়ন প্রথম দেখা যায় ২০২১ সালের হিট ওয়ার ফিল্ম 'শেরশাহ'-তে। যা তাঁদের বাস্তব জীবনের প্রেমকেও যেন আরও দৃঢ় করে তুলেছিল। কর্মজীবনের ক্ষেত্রে, কিয়ারাকে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন থ্রিলার 'ওয়ার ২'-তে, যেখানে তিনি হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে অভিনয় করেছেন।

 

 

 

 

 

অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রা সম্প্রতি জাহ্নবী কাপুরের বিপরীতে 'পরম সুন্দরী' ছবিতে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাদার জীবনেও তাঁরা সমানভাবে সক্রিয় রয়েছেন। বলিউডের এই জনপ্রিয় দম্পতি বর্তমানে তাঁদের জীবনের সবচেয়ে সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিমানবন্দরে তাঁদের প্রথমবার একসঙ্গে দেখা পাওয়ায় অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও তাঁরা একরত্তি মেয়ের নাম বা ছবি প্রকাশ না করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তবুও তাঁদের এই পারিবারিক উপস্থিতি অনুরাগীদের জন্য এক বিশেষ আনন্দের মুহূর্ত।