সংবাদসংস্থা মুম্বই: তারকা ক্রিকেটারদের জীবনী নিয়ে বলিউডে ছবি তৈরি হওয়া নতুন কথা নয়। কপিল দেব থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক মনোরঞ্জন করেছে দর্শকের। আসছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও। এবার এই তালিকায় যোগ হতে চলেছে যুবরাজ সিং-এর নাম।
ক্রিকেটের ময়দানে যেমন তাঁর ছয় ছক্কার কৃতিত্ব রয়েছে, তেমনই মাঠের বাইরে তিনি ক্যানসারজয়ী যোদ্ধা। দুটো বিশ্বকাপ জয়ের সাফল্য তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবার রুপোলি পর্দায় আসতে চলেছে তাঁর বায়োপিক। ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা।
তবে যুবরাজের বায়োপিকের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সমাজ মাধ্যমে 'টি-সিরিজ'-এর পক্ষ থেকে যে পোস্টটি করা হয়, সেখানে 'সিক্স সিক্সেজ' হ্যাশট্যাগ দেখা যায়। তাই নেটিজেনদের ধারণা হয়তো এটাই সিনেমার নাম হতে পারে।
এই বায়োপিকে যুবরাজের চরিত্রে কোন বলি অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে চলছিল জল্পনা। তবে নেটপাড়ায় ইতিমধ্যেই সামনে এসেছে এক বলি অভিনেতার নাম। জানা যাচ্ছে, সিদ্ধান্ত চতুর্বেদীকে দেখা যেতে পারে এই চরিত্রে। সমাজ মাধ্যমে অভিনেতাকে এক অনুরাগীরা জিজ্ঞাসা করেন, তাঁর স্বপ্নের চরিত্র কোনটি? জবাবে যুবরাজ সিং-এর একটি ছবি ভাগ করেন সিদ্ধান্ত। তারপর থেকেই জল্পনা আরও বেড়েছে।
এদিকে ২০২০ সালে যুবরাজ সিং একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চান সিদ্ধান্ত চতুর্বেদী তাঁর চরিত্রে অভিনয় করুক। যুবরাজ মজার ছলে প্রথমে নিজের নাম বললেও পরে সিদ্ধান্তের নাম নেন। যুবরাজের কথায়, "যদি কখনও আমার জীবনের বায়োপিক হয়, তবে আমি সিদ্ধান্ত চতুর্বেদীকে আমার চরিত্রে দেখতে চাই।" যুবরাজের ইচ্ছেই কী তবে সত্যি হতে চলেছে? এখন সেটাই দেখার।
