নিজস্ব সংবাদদাতা: প্রেম, পরিবার, ইতিহাস পেরিয়ে একেবারে গা ছমছমে ভূতের গল্প নিয়ে হাজির হিন্দি বিনোদন চ্যানেল 'কালার্স টিভি'। ভৌতিক কাহিনিতে বরাবরই আগ্রহ বেশি দর্শকের। সেই কথা মাথায় রেখেই শুরু হতে চলেছে 'ছেটকি'। 'পেনিসুলা পিকচার' নিবেদিত এই ধারাবাহিকের প্রথম প্রোমো ইতিমধ্যেই সামনে এসেছে। 

 

সেখানে ভূত,প্রেত,ডাইনির পর এবার আরও ভয়ঙ্কর 'ছেটকি'র কাহিনির এক ঝলক প্রকাশ্যে এসেছে। লোককথা অনুসারে আজও নাকি 'ছেটকি' রয়েছে। কে সে? তা জানাতেই আসছে এই ধারাবাহিক। প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পরেই গল্পে কাদের দেখা যাবে সেই নিয়ে চলছিল দেদার জল্পনা। 

 


সূত্রের খবর, ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যেতে পারে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ শ্রুতি বিস্ত ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় অর্জুনের। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'গানের ওপারে'র 'গোরা' চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিছুদিন আগেও স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'য় দেখা গিয়েছিল তাঁকে। ছবি,সিরিজ মিলিয়ে দর্শকের পছন্দের তালিকায় রয়েছেন অর্জুন। এবার হিন্দি ধারাবাহিকের মাধ্যমে নতুন পথ চলা শুরু করতে চলেছেন তিনি। এদিকে, শ্রুতিকে দর্শক শেষ দেখেছিলেন, 'মিশ্রি' ধারাবাহিকে। সূত্রের খবর, কলকাতা-মুম্বই মিলিয়ে হতে চলেছে ধারাবাহিকের শুটিং।