সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আইনি জটে শ্রেয়স
 
 আইনি জটে জড়িয়ে পড়লেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। প্রায় নয় কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। জানা যাচ্ছে, চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়েছেন শ্রেয়স। তাঁর সঙ্গে ১৪ জনের নামও রয়েছে এই জালিয়াতির ঘটনার পিছনে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি শ্রেয়স।
 
 প্রেমে স্বীকৃতি অনন্যার 
 
 ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন চলছে বহুদিন ধরেই। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে একে অপরকে নিয়ে মিষ্টি মন্তব্য আরও উসকে দেয় তাঁদের প্রেমের গুঞ্জন। এবার চর্চিত প্রেমিক ওয়াকারের ছবিতে অনন্যার মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের। ওয়াকারের ছবিতে অনন্যা লেখেন, 'ওয়ার্ল্ডওয়াইড ওয়াকার'।
 
 জুটিতে অক্ষয়-সুস্মিতা?
 
 বলিউডের দুই এভারগ্রীন তারকা অক্ষয় কুমার ও সুস্মিতা সেন। তাঁদের জুটিকে একসঙ্গে বহু ফটোশুটে দেখা গেলেও কখনও ছবিতে কাজ করতে দেখেননি দর্শক। কিন্তু অক্ষয়-সুস্মিতা জুটির ফটোশুট নজর কেড়েছিল প্রতিবার। সম্প্রতি, মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় ও সুস্মিতা। একে অপরকে দেখার সঙ্গে সঙ্গে আলিঙ্গন করেন তাঁরা। এই মুহূর্তের ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের দাবি, এবার যেন বড়পর্দায় একসঙ্গে দেখা যায় এই জুটিকে।
