নিজস্ব সংবাদদাতা: নতুন ধারাবাহিক শুরু হতেই বড়সড় জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। শুধু শ্রীমাই নন এই চক্রান্তের শিকার তাঁর পোষ্যরাও। সোশ্যাল মিডিয়ায় সাত সকালে তাই নিয়ে সরবও হলেন তিনি। 

ঠিক কী হয়েছে শ্রীমার সঙ্গে? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, "হঠাৎ একদিন আমার পরিচিত একজনের থেকে শুনতে পাই আমার সারমেয়র অসুস্থতার কথা। কিন্তু ও ঠিকই ছিল। আমি জানতে পারি আমার নাম করে কেউ তাঁর কাছে টাকা ধার চেয়েছেন আমার পোষ্যটির চিকিৎসার জন্য। প্রথমে খুব বেশি গুরুত্ব দিইনি। কিন্তু তারপর দেখলাম এটা কোনও ছোট বিষয় নয়। একপ্রকার জালিয়াতির ছক কষা হয়েছে আমাকে কেন্দ্র করে।"

শ্রীমা আরও বলেন, "আমার নাম করে টাকা চাওয়া হচ্ছে আমার পরিচিতদের থেকে। শুধু পরিচিতরাই নয়, আমার সোশ্যাল মিডিয়ার অনুসরণকারীদের থেকেও ক্রমাগত টাকা চাওয়া হচ্ছে। বিশেষ করে পশুপ্রেমীদের বেছে নেওয়া হচ্ছে এই ক্ষেত্রে। আমি একটাই কথা বলতে চাই, দয়া করে কেউ এই চক্রান্তে পা দেবেন না। আসলে সোশ্যাল মিডিয়ার দৌলতে এত খারাপ বিষয় ঘটে চলেছে, এর ফলে ব্যক্তিস্বাধীনতা হারিয়ে যাচ্ছে।"

প্রসঙ্গত, আবারও ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। সান বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'বসু পরিবার'-এ নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।