টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কবে 'নাগিন' হবেন শ্রদ্ধা?


শ্রদ্ধা কাপুরের বহু প্রতীক্ষিত ছবি 'নাগিন'-এর শুটিং নিয়ে বড়সড় তথ্য সামনে এল। দর্শক যদি ভাবেন শ্রদ্ধা শুধু 'স্ত্রী' হয়েই ভয় দেখাবেন, তবে ভুল ভাবছেন। এবার তিনি বিষাক্ত ফণা তুলে পর্দায় ফিরতে চলেছেন। বর্তমানে শ্রদ্ধা ব্যস্ত আছেন তাঁর আগামী ছবি 'ইথা' নিয়ে। ছবির শুটিং করতে গিয়ে মাঝখানে কিছুটা চোট পাওয়ায় কাজ সামান্য থমকে গিয়েছিল। কিন্তু খবর বলছে, আগামী মার্চের মধ্যেই 'ইথা'-র যাবতীয় কাজ গুটিয়ে ফেলবেন তিনি। আর ঠিক তারপরেই, অর্থাৎ এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর শুটিং। ছবির ঘনিষ্ঠ সূত্রের খবর, ভিএফএক্স থেকে শুরু করে কাস্টিং— সবকিছু নিখুঁত করতে বেশ সময় নিয়েছেন নির্মাতারা। শ্রদ্ধার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও খুব শীঘ্রই নাকি বড় ঘোষণা আসতে চলেছে।


দীপিকার প্রি-সেলিব্রেশন


বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তাঁর ৪০তম জন্মদিন উপলক্ষে অনুরাগীদের সাথে এক বিশেষ প্রাক-জন্মদিন উদযাপনে মেতেছিলেন। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর মুম্বইতে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিতে ভারতজুড়ে তাঁর অসংখ্য অনুরাগী জড়ো হয়েছিলেন। দীপিকা নিজেই এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেন, যার মূল থিম ছিল 'দীপিকার সঙ্গে একটি দিন'। ৫ জানুয়ারি তাঁর জন্মদিনে সমাজমাধ্যমে এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে প্রিয় তারকাকে ভক্তদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে সময় কাটাতে দেখা গিয়েছে। আমন্ত্রিত অনুরাগীরা জানিয়েছেন যে অনুষ্ঠানটি ছিল খুব আন্তরিক। কেক কাটার সময় উপস্থিত সবাই যখন দীপিকার প্রথম ছবি 'ওম শান্তি ওম'-এর জনপ্রিয় গান 'আঁখো মে তেরি' গাইছিলেন, তখন দীপিকাও উৎফুল্ল হয়ে ওঠেন। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


কত কোটি খোরপোশ পেলেন মাহি?


টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি এবং মাহি ভিজ। তাঁদের রসায়ন সবসময়ই ভক্তদের নজর কাড়ে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, যা শুনে রীতিমতো হতবাক হয়েছিলেন নেটিজেনরা। দাবি করা হয়েছিল, এই তারকা দম্পতির সুখের সংসারে ভাঙন ধরেছে এবং মাহি নাকি জয়ের কাছে কোটি কোটি টাকা খোরপোশ দাবি করেছেন। প্রথমে এসবকে ভুয়ো গুঞ্জন বলে দাবি করলেও এবার নিজেরাই বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন। আগে অভিযোগ ওঠে যে, মাহি তাঁর জীবনযাপনের খরচ চালানোর জন্য জয়ের কাছে প্রায় পাঁচ কোটি টাকা দাবি করেছেন। প্রথমদিকে এই খবরকেও গুঞ্জন বলেই দাবি করেছিলেন মাহি। তবে বর্তমানে বিবাহবিচ্ছেদের খবর সামনে আনলেও খোরপোশ নিয়ে মুখ খোলেননি তিনি।