বক্স অফিসে সদ্য মুক্তি পাওয়া ছবি 'ধুরন্ধর' যেন আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে, আর সেই ঝড়ের আঁচ পৌঁছেছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মন পর্যন্ত। ছবিটি দেখার পর তাঁর এতটাই ভাল লেগেছে যে এখন আর তিনি কিছুতেই অপেক্ষা করতে রাজি নন। একপ্রকার নাছোড়বান্দা হয়ে ছবির পরিচালক আদিত্য ধরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করেছেন ছবির সিক্যুয়েল অর্থাৎ 'ধুরন্ধর: পার্ট ২ – রিভেঞ্জ'-এর মুক্তির দিনক্ষণ খানিকটা এগিয়ে আনার জন্য।
শ্রদ্ধার এই অপ্রত্যাশিত আর্জি এখন বলিউডের অলিতে-গলিতে আলোচনার প্রধান বিষয়।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি আদিত্য ধরকে সরাসরি লিখেছেন, 'ধুরন্ধর-এর মতো একটা দারুণ ছবি বানিয়ে তারপর পার্ট ২-এর জন্য তিন-তিনটি মাস অপেক্ষা করানোটা সত্যি বলতে কী, খুবই জঘন্য কাজ। আমাদের আবেগের সঙ্গে খেলা করা বন্ধ করুন, দয়া করে মুক্তির দিন এগিয়ে আনুন।'

শ্রদ্ধার এই মন্তব্যেই স্পষ্ট, ছবিটি দর্শকের মনে ঠিক কতটা গভীর প্রভাব ফেলেছে। অভিনেত্রী আরও যোগ করেন যে, সকালে শুটিং না থাকলে তিনি নাকি এক্ষুনি সিনেমাটি আবার দেখতে যেতেন।
এই প্রসঙ্গে বলাই যায়, 'ধুরন্ধর' ছবিটি কিন্তু প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল। ছবির গল্প ১৯৯৯ সালের বিমান অ্যাটাক, ২০০১ সালের পার্লামেন্ট অ্যাটাক এবং ২০০৮ সালের মুম্বই অ্যাটাকের মতো বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত। রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবনদের মতো তারকারা ছবিতে যে টানটান পারফর্মেন্স দিয়েছেন, তা দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছে। যার ফলস্বরূপ ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ছবিটি দারুণ প্রভাব ফেলেছে। ছবির এই বিপুল সাফল্যই সিক্যুয়েল নিয়ে মানুষের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 'ধুরন্ধর'-এর শেষ অংশেই জানা গিয়েছিল, ২০২৬-এর মার্চ মাসে মুক্তি পাবে এর সিক্যুয়েল।
প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’। আসলে এক বড় পরীক্ষার মুখে পড়েছিলেন ‘ধুরন্ধর’ রণবীর। আর সেই পরীক্ষাতেই বাজিমাত করলেন রণবীর। যেন আবার প্রমাণ করে দিলেন, তিনি এখনও দৌড়ে এগিয়ে থাকা নায়কদেরই একজন।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে।
তবে ব্লকবাস্টার সাফল্যের কয়েক দিন পর অবশেষে নিজের প্রথম প্রতিক্রিয়া জানালেন রণবীর। তাও একেবারে ভিন্ন ঢঙে। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ধুরন্ধর’ ছবির একটি সংলাপ শেয়ার করেন রণবীর। ছবিতে আর. মাধবনের চরিত্রের বলা সেই সংলাপ ছিল, ‘ভাগ্যের খুব সুন্দর একটা অভ্যাস আছে। সময় এলেই ও বদলে যায়। কিন্তু এখন… নজর আর ধৈর্য।’
