বলিউডে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকাকে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে। অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁদের প্রিয় নায়ক-নায়িকার শুভদিনের। এবার কি সেই তালিকায় আসছেন শ্রদ্ধা কাপুর? নিজেই সেবিষয়ে সোজাসাপটা জবাব দিলেন শক্তি কাপুর কন্যা।
বহুদিন ধরেই রাহুল মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে শ্রদ্ধা কাপুরের। কিন্তু এত চর্চার মাঝে এখনও পর্যন্ত দু'জনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার নিজের বিয়ে নিয়ে শ্রদ্ধার এক মজার জবাব ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি এক লাইভ সেশনে শ্রদ্ধার কাছে প্রশ্ন ছোড়া হয়, “শাদি কবে করোগে? (কবে বিয়ে করবেন)” এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, "বিয়ে আমি করবই।" এই ছোট্ট জবাবই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শ্রদ্ধার এই মন্তব্যের পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, তাহলে কি বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? আবার কেউ বলছেন, এটি তাঁর স্বভাবসুলভ রসিকতা মাত্র। তবে বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে কারণ দীর্ঘদিন ধরেই শ্রদ্ধার নাম জড়াচ্ছে রাহুল মোদির সঙ্গে। কান পাতলে শোনা যায়, তাঁদের বিয়ের গুঞ্জনও।
রাহুল মোদি একজন লেখক ও চিত্রনাট্যকার। গত কয়েক মাসে শ্রদ্ধা ও রাহুলকে একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে, কখনও ডিনারে, কখনও বন্ধুদের সঙ্গে আড্ডায়। এমনকী তাঁদের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। যদিও শ্রদ্ধা কখনও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবুও সম্প্রতি তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখন একটি সম্পর্কে রয়েছেন। সেই কারণেই বিয়ে সংক্রান্ত প্রশ্নে তাঁর উত্তর নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।
ভক্তদের একাংশের ধারণা, শ্রদ্ধা হয়তো জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন। আবার অনেকেই বলছেন, তিনি এখনও পুরোপুরি কেরিয়ারেই মন দিতে চান। কারণ কাজের দিক থেকে এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
গত বছর ‘স্ত্রী ২’-র সাফল্যের পর শ্রদ্ধার জনপ্রিয়তা আরও বেড়েছে। সামনে তাঁর হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরতে চাইছেন তিনি। তাই আপাতত বিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য, এমনটাই মনে করছেন অনেকে।
শ্রদ্ধা কাপুর কবে, কাকে বিয়ে করছেন, এই সব প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে। আপাতত তাঁর মজার মন্তব্য আর ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া জল্পনাতে সরগরম বিনোদন দুনিয়া।
