নিজস্ব সংবাদদাতা: সূর্য মধ্য গগনে, রেস্তোরায় বসে গভীর আলোচনা চলছে দুই ব্যক্তির। তার মধ্যে একজন ইনসিওরেন্স এজেন্ট। স্ত্রী ও সন্তানকে নিয়ে ভরপুর সংসার, তাও ঘোরতর বিপদে সে। ব্যাপার কী? ভাবতে ভাবতেই পরিচালক হরনাথ চক্রবর্তীর মুখে শোনা গেল 'কাট', 'খুব ভাল হয়েছে'। এদিন নারায়নী স্টুডিওয় চলছিল 'ইচ্ছেপূরণ' ওয়েব সিরিজের শুটিং। তারই ফ্লোরে হাজির ছিল আজকাল টেলিভিশন।
চলছে ক্যামেরা
'কাট'-এর পর গম্ভীর দুই চরিত্র থেকে বেরিয়ে হাসিমুখে দেখা গেল দেবরাজ ভট্টাচার্য এবং শংকর দেবনাথকে। দুই অভিনেতার সঙ্গে হাসিমুখে যোগ দিলেন পরিচালক হরনাথ চক্রবর্তীও। তবে ক্যামেরার চলুক না চলুক সব সময় হাসিমুখেই দেখা যায় এই প্রবীণ পরিচালককে। তাঁদের সঙ্গে গল্প-আড্ডায় যোগ দিলেন অভিনেত্রী ঈশানী সেনগুপ্তও। এই সিরিজ আর কিছুদিনের মধ্যেই প্ল্যাটফর্ম এইটে দেখতে পাবেন দর্শক।
গল্পে দুটি পরিবার এবং সেই পরিবারের সদস্যদের কেন্দ্র করে এগোয় সিরিজ। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত দুই পরিবারের ইচ্ছেপূরণ হবে কিনা, তার উত্তর দেবে এই সিরিজ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, ঈশানী সেনগুপ্ত, কোরক সামন্ত, শংকর দেবনাথ, রানা বসু ঠাকুর। অত্যন্ত গরম এবং শুটিংয়ের ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখা গেল বেশ খোস মেজাজে। পরিচালক 'কাট' বললেই শুরু হয়ে যাচ্ছে গল্প, সেখানে আবার পিছিয়ে থাকছেন না পরিচালক স্বয়ং।
অভিনেতাদের 'ইচ্ছেপূরণ'
স্ত্রীর মৃত্যুশোক কাটিয়ে বেশ কিছুদিন পর আবার শুটিংয়ে ফিরলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। তাঁর কথায়, "পরিস্থিতির জন্য বিরতি নিয়ে আবার কাজ শুরু করলাম। আসলেই গল্পটি দু'টি পরিবারের গল্প। তবে প্রত্যেকটি গল্প একে অপরের সঙ্গে যুক্ত। প্রত্যেকের ইচ্ছেপূরণকে কেন্দ্র করে জীবন কোন দিকে মোড় নেয়, সেটা নিয়েই এই ওয়েব সিরিজ। কিছুদিনের মধ্যে ছবির কথাও ভাবছি, এখন এই কাজটা নিয়েই ব্যস্ত।" এই ওয়েব সিরিজে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেবরাজ ও ঈশানী। ঈশানীর কথায়, "সংসারে অভাব থাকলেও তাতে মানিয়ে নিতে পারে আমার চরিত্রটি। সুখটাই তার কাছে গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বলার, চরিত্রগুলোর ইচ্ছেপূরণ হবে কিনা তা দর্শক জানতে পারবেন, তবে আমার ইচ্ছেপূরণ হয়ে গিয়েছে হরনাথ চক্রবর্তী সঙ্গে কাজ করে। এই ওয়েব সিরিজ করার এটাই প্রধান ও অন্যতম কারণ।" একজন ইনসিওরেন্স এজেন্টের চরিত্রে দেবরাজ, ইনসিওরেন্স বিক্রি করতে না পেরে খানিকটা অখুশি তিনি, হঠাৎ করেই এই সাধারণ মানুষটার জীবন একদিন বদলে যায়। কী বদল আসে সেটাই আসল গল্প। তবে এই ওয়েব সিরিজে হরনাথ চক্রবর্তীর সঙ্গে কাজ করাটাই আসল প্রাপ্তি তাঁর কাছে। দেবরাজ বলেন, "ওঁর কাজ নিয়ে বলা ধৃষ্টতা আমার নেই, সত্যিই কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।"
প্রথমবার একজন মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন কোরক সামন্ত। প্রথম দিকে এই চরিত্র নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলেন কোরক। কারণ, এই বয়সেই মেয়ের বাবা হওয়ার মতো চরিত্র তার কাছে প্রথমবার। শুটিংয়ের ফাঁকে চরিত্রদের সঙ্গে আলাপচারিতা শেষ। এবার জোরকদমে পরবর্তী দৃশ্যের প্রস্তুতি শুরু ইউনিটের।
