বলিউডের ঝলমলে দুনিয়ায় শিল্পা শেট্টি বরাবরই তাঁর রসবোধ আর প্রাণখোলা স্বভাবের জন্য আলাদা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে এক সাক্ষাৎকারে এসে তিনি হঠাৎই বলে বসেন—“আমি এক সর্দারের সঙ্গে প্রেম করছি।” কথাটা শুনে পরিচালক ফারাহ খান তো রীতিমতো চমকে ওঠেন। কয়েক মুহূর্ত পরেই হাসির রোল ওঠে, কারণ সবাই বুঝতে পারে শিল্পার ইঙ্গিত আসলে রাজ কুন্দ্রার দিকেই। রাজ তাঁর নতুন ছবিতে সর্দারের চরিত্রে অভিনয় করছেন, তাই মজার ছলে স্ত্রী শিল্পার এই মন্তব্য পুরো পরিবেশকে জমিয়ে তোলে।

 


শিল্পা ও রাজের প্রেমকাহিনীও কম চমকপ্রদ নয়। ২০০৯ সালে বিয়ে করে তাঁরা বলিউডের অন্যতম আলোচিত দম্পতিতে পরিণত হন। তাঁদের দুই সন্তান—ভিয়ান ও সামিশা—এই সংসারকে পূর্ণতা দিয়েছে। রাজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রথমদিকে তাঁর পরিবার অভিনেত্রীকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে দ্বিধায় ছিল। ধারণা ছিল, অভিনেত্রীরা নাকি ধূমপান-মদ্যপান করেন। কিন্তু শিল্পার সরল স্বভাব ও পারিবারিক মনোভাব দ্রুতই সেই ধারণা ভেঙে দেয়।

 


রাজ কুন্দ্রা সম্প্রতি অভিনয়ে নাম লিখিয়েছেন। তাঁর আসন্ন ছবির প্রচারণাতেই এই মজার কাণ্ড ঘটে। শিল্পা মজা করে যখন বললেন তিনি নাকি এক সর্দারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তখন ফারাহ খান একেবারে হতভম্ব হয়ে যান। পরে অবশ্য হাসি চেপে রাখতে পারেননি। শিল্পা যে শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও মানুষের মুখে হাসি ফোটাতে জানেন, এ ঘটনায় আবারও তা স্পষ্ট হল।

 

আরও পড়ুন: সাধের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিতে হল মালাইকাকে! কত টাকার জন্য এমন সিদ্ধান্ত বলিউড-সুন্দরীর


ফারাহ খান একবার মজার ছলে ওই সাক্ষাৎকারে রাজকে বলেন, “কখনও বিমানে শিল্পার পাশে বসো না, ও সবসময় ঝামেলায় ফেলে।” এমন খুনসুটি আর শিল্পার হাস্যরস প্রমাণ করে তিনি সবসময়ই চারপাশে আনন্দ ছড়িয়ে দেন।

 

তবে এই আনন্দময় মুহূর্তের পাশাপাশি তাঁদের জীবনে কিছুটা অস্বস্তির ছায়াও রয়েছে। মুম্বাই পুলিশের অর্থ অপরাধ শাখা সম্প্রতি শিল্পা ও রাজের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকার প্রতারণার মামলায় লুক-আউট সার্কুলার জারি করেছে। অভিযোগ, ব্যবসার নামে বিনিয়োগকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তা অন্যত্র ব্যবহার করা হয়েছে। শিল্পা অবশ্য অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, তিনি এই লেনদেনের সঙ্গে যুক্ত নন এবং অকারণে তাঁর সুনাম নষ্ট করা হচ্ছে।

 


শিল্পা বলেছেন, “আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে। তবে আমি আইনের ওপর আস্থা রাখি।” তাঁর এই বক্তব্য থেকেই বোঝা যায়, নানা বিতর্ক ও সমস্যার মাঝেও তিনি দৃঢ় মনোবল ধরে রাখছেন।

 


প্রসঙ্গত, গত আগস্ট মাসেই তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। তাঁর দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে' ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ তারকাদম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই এবার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। যার ফলে, এবার ইচ্ছে করলেই যখন-তখন দেশের বাইরে যেতে পারবেন না রাজ-শিল্পা। অনুমতি সাপেক্ষেই এবার থেকে বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের।