এ বারের পুজোয় আসছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়েছিল ছবির প্রথম মোশন পোস্টার। স্বভাবতই আগ্রহের পারদ চড়ছিল। কারণ রক্তবীজ ছিল নন্দিতা-শিবপ্রসাদের প্রথম থ্রিলার ছবি। ২০২৩ সালে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল এই ছবি। মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে।

 


এবার এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও ছবিজুড়ে থাকবেন আরও তারকারা। রথের দিন থেকে একে একে প্রকাশ্যে এসেছে ছবির মুখ্য দুই চরিত্র 'পঙ্কজ সিংহ' চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও 'সংযুক্তা মিত্র' চরিত্রে মিমি চক্রবর্তীর লুক। প্রকাশ্যে এসেছে এই ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের লুকও। জানা গিয়েছে, ছবিতে তাঁর চরিত্রের নাম 'আয়েশা'।

 

 

এবার প্রকাশ্যে এল 'রক্তবীজ ২'-এর গায়িকার পরিচয়। সমাজমাধ্যমে গায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি লেখেন, 'দু'জন ভীষণ ট্যালেন্টেড শিল্পীর সঙ্গে ছবি তুললাম আমরা। একজন শ্রেষ্ঠা দাস, যিনি ডাকাতিয়া বাঁশি গান গেয়ে সারা বাংলাকে মাতিয়েছিলেন গতবছর পুজোতে। আরেকজন সুচন্দ্রিকা গোলদার, যিনি এবছর রক্তবীজ ২-এর জন্য গান গেয়েছেন। সুচন্দ্রিকার প্রথম সিনেমায় প্লেব্যাক এটি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি , আরও এক নতুন সংগীতশিল্পীকে এবছর পাবে। শ্রেষ্ঠাও গান গেয়েছে রক্তবীজ ২-এর জন্য। একটি অতিরিক্ত তথ্য এই দুই ট্যালেন্টেড শিল্পী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রী। এটা আমার জন্য এক্সট্রা একটু পাওয়া।'

 

এই লেখার সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুড়েছেন দুই গায়িকার সঙ্গে ছবিও। ওই পোস্টে দেখা যাচ্ছে, নন্দিতা রায়কেও শ্রেষ্ঠা ও সুচন্দ্রিকার সঙ্গে ছবি তুলতে। প্রথমবার বড়পর্দায় গান গাওয়া, তাও আবার নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে! অভিজ্ঞতা কেমন? আজকাল ডট ইন-এর প্রশ্নে আপ্লুত গায়িকা সুচন্দ্রিকা। 

 

আরও পড়ুন: রূপকথার গল্পে জুটি বাঁধছেন ইন্দ্রাণী-সিদ্ধার্থ, কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক?

 

তাঁর কথায়, "এ তো যেন স্বপ্নপূরণ। ভাবতেই খুব ভাল লাগছে।‌ আমার সুযোগটাও খুব অদ্ভুতভাবেই এসেছিল। যাকে বলে একদম হুট করে। আমার গাওয়া গান সমাজমাধ্যমে মাঝেমধ্যেই ভাগ করে নিতাম। অনুপমদার গান ছোট থেকেই শুনি, খুব পছন্দের গায়ক তিনি। তাই একবার ওঁকে ট্যাগ করেছিলাম একটা গানে। সেখান থেকেই অনুপমদার নজর কাড়ে। আমার গান পছন্দ হয়। এবং তারপরেই 'রক্তবীজ ২'-এর সুযোগটা আসে।"

 


সুচন্দ্রিকা আরও বলেন, "নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে বিশাল বড় ব্যাপার। গান রেকর্ডিং-এর পর ওঁরা খুব প্রশংসা করলেন আমার। তবে কার লিপে শোনা যাবে আমার কণ্ঠ তা এখনও পর্যন্ত জানি না। তাই গান মুক্তির জন্য অপেক্ষায় আছি আমিও।"

 

এই প্রথম নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনও ছবির গানের দৃশ্যের শুটিং হল বিদেশে। 'রক্তবীজ ২'-এর তারকা আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায়কে নিয়ে থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউজ। থাইল্যান্ডে গিয়ে নাকি কাজ ছাড়া নিজেদের জন্য আর তেমন সময় বের করতে পারেননি তারকারা। তবে এর মাঝেই মিমি কিন্তু গ্রহণ করেছিলেন বিদেশি জুসের স্বাদ। সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে দেখা যাচ্ছে, থাইল্যান্ডের এক রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে জুস তৈরি করেছিলেন তিনি।

 

 

প্রসঙ্গত, 'রক্তবীজ ২'-এ জমবে আবির-মিমির রসায়ন। এই ছবির দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন? তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।